ই-পেপার বাংলা কনভার্টার রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
ই-পেপার রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ: পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস       দ্রুত সময়ের মধ্যে গুম খুনের আসামি হাসিনার বিচার করতে হবে : মামুনুল হক      নওগাঁয় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু       কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস      বিশ্বের সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মের রেকর্ড গড়লো ২০২৪      ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান      পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুটকৃত অস্ত্র উদ্ধার      




ঝালকাঠির দুই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ২৪ জনের মনোনয়নপত্র দাখিল
ঝালকাঠি সংবাদদাতা ‍
Published : Monday, 22 April, 2024 at 3:29 PM
উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ঝালকাঠিতে দুই উপজেলায় ২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। প্রায় সকল প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও ঝালকাঠি নলছিটির রির্টাানিং অফিসার মো. আঃ সালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

 চেয়ারম্যান পদে সাত জন এবং ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়া ১৭ জন সকলেই আওয়ামী লীগের সমর্থক ও নেতা-কর্মী। 

জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানাগেছে, ঝালকাঠি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চার জন। প্রার্থীরা হলেন, বর্তমান ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খান আরিফুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন খান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ রাজ্জাক আলী সেলিম এবং সদর উপজেলার ৯ নং শেখেরহাট ইউনিয়নের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সস্পাদক নুরুল আমিন খান (সুরুজ)।

 ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক, কেওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন তালুকদার, ঝালকাঠি সরকারি কলেজের সাবেক ভিপি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য লস্কর আশিকুুর রহমান দিপু, জেলা পরিষদের সাবেক সদস্য ও নথুল্লাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম সেন্টু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য ইসরাত জাহান সোনালী, মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে সালমা, ঝালকাঠি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিনু আক্তার নদী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 অপরদিকে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  মো. সালাউদ্দিন খান সেলিম মনোনয়ন জমা দিয়েছেন। 

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শরিফ মিজানুর রহমান লালন , জে.এম হাতেম,  মো. মফিজুর রহমান শাহিন,  মো. বদরুল আলম,  মো. হানিফ হাওলাদার  ও মো. মনিরুজ্জামান মনির। নারী ভাইস চেয়ারম্যান পদে  মোর্শেদা লস্কর, আয়েশা আক্তার, দিলরুবা মাহমুদ, জাকিয়া খাতুন সীমা,   ও মোসাঃ নাসিমা আক্তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২১ মে ঝালকাঠি ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]