বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও তিনটি হত্যা মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ তিন মামলাকে এজাহার হিসাবে গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
জানা যায়, গতকাল কোটা আন্দোলন চলাকালে রাজধানীর খিলগাঁও, সূত্রাপুর ও মোহাম্মদপুরে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পৃথক তিন আদালতে এসব মামলা করা হয়।
শেখ হাসিনা ব্যতিত এসব মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার প্রমুখ।