লাখাই উপজেলা পরিষদের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় গত ৩১ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পরিষদের পুকুরে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করে উপজেলা মৎস্য বিভাগ।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের ৬-৭ জন লোক বেড় জাল দিয়ে মাছ নিধন করতে দেখা যায় এ সময় উপজেলার বিএনপি নেতা কর্মী ভাদিকারা গ্রামের ইউপি সদস্য কে এম জিয়া, আল আমীন ইসলাম অনিক, আবু তালেব, শরীর উদ্দিন সহ নেতা কর্মীরা মাছ চোরদের মাছ চুরি করা অবস্থায় দেখতে পায়। মাছ চুরদের জাল দিয়ে মাছ চুরি করার ভিডিও করলে মাছ চোরগন সংবাদকর্মীর উপর চড়াও হয় এবং ভিডিও ডিলেট করে দেয়ার চাপ সৃষ্টি করে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান গত ৩১ জুলাই ৯ হাজার টাকা মূল্যের পোনা মাছ অবমুক্ত করেছি পরিষদের পুকুরে। তবে যারা মাছ চুরি করে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে আলাপ কালে তিনি জানান, বর্তমানে দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হয়তো মাছ চুরির বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্তা নেয়া হবে।