ধর্ম https://www.dailybhorerdak.com https://www.dailybhorerdak.com/images/logo.png https://www.dailybhorerdak.com https://www.dailybhorerdak.com RSS feed from https://www.dailybhorerdak.com en https://www.dailybhorerdak.com 2025-04-20 2025-04-20 ধর্ম লাইলাতুল কদরের চেনার যেসব আলামত বলেছেন নবীজি (সা.) https://www.dailybhorerdak.com/news/240815 https://www.dailybhorerdak.com/news/240815 Sat, 22 Mar 2025 11:50:57 UTC Sat, 22 Mar 2025 11:50:57 UTC https://www.dailybhorerdak.com:443/2025/03/22/BD_1742622683.jpg লাইলাতুল কদর অর্থ হলো সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত। এ রাতের ফজিলত সম্পর্কে আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেছেন, ‘নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি কদর (মর্যাদাপূর্ণ) রজনিতে।আপনি কি জানেন মহিমাময় কদর রজনি কী মহিমান্বিত কদর রজনি হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা হজরত জিবরাইল (আ.) সমভিব্যাহারে অবতরণ করেন; তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এ শান্তির ধারা অব্যাহত থাকে উষার উদয় পর্যন্ত।’ (সূরা কদর, আয়াত : ১-৫)।অর্থাৎ এ রাতে আল্লাহতায়ালা অধিকসংখ্যক রহমতের ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন এবং সকাল না হওয়া পর্যন্ত পৃথিবীতে এক অনন্য শান্তি বিরাজ করে। তাই মুসলমানের কাছে লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম।আল্লাহর রাসূল (সা.)
আজ পবিত্র শবেবরাত https://www.dailybhorerdak.com/news/239361 https://www.dailybhorerdak.com/news/239361 Fri, 14 Feb 2025 07:36:18 UTC Fri, 14 Feb 2025 07:36:18 UTC https://www.dailybhorerdak.com:443/2025/02/14/BD_1739510364.jpeg আজ পবিত্র শবেবরাত। ফারসি শব্দ ‘শব’-এর অর্থ রাত এবং আরবি শব্দ ‘বরাত’-এর অর্থ মুক্তি বা ভাগ্য। অর্থাৎ শবেবরাত হলো ভাগ্যের রাত বা মুক্তির রাত।এ রাতকে লাইলাতুল বরাতও বলা হয়। ইসলাম ধর্মাবলম্বীরা রমজানের রোজা শুরুর দুই সপ্তাহ আগে চাঁদ দেখে শবেবরাত পালন করেন। হিজরি সনের ১৪ শাবান দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসাবে পরিচিত। এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন আল্লাহতায়ালা।মহিমান্বিত এই রাতে মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এছাড়া সন্ধ্যার পর
'শবে বরাত' মুক্তির রাত https://www.dailybhorerdak.com/news/239252 https://www.dailybhorerdak.com/news/239252 Tue, 11 Feb 2025 15:50:21 UTC Tue, 11 Feb 2025 15:50:21 UTC https://www.dailybhorerdak.com:443/2025/02/11/BD_1739267549.jpg আরবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। শবে বরাত ফারসি ভাষা থেকে উৎপত্তি। ‘শব’ অর্থ হচ্ছে রাত, ‘বরাত’ অর্থ হচ্ছে মুক্তি। অর্থাৎ শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রাত। শবে বরাতের আরবি হচ্ছে ‘লাইলাতুল বারাআত’। পবিত্র হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ হিসাবে অবিহিত করা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্যসহ পৃথিবীর অনেক দেশের ফারসি, উর্দু, বাংলা, হিন্দিসহ নানা ভাষায় যা ‘শবে বরাত’ নামেই অধ্যাধিক পরিচিত। শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ তাৎপর্যময় রজনী। এ রাতে মহান আল্লাহতায়ালা তার রহমতের দ্বার উন্মুক্ত করে দেন। পাপী বান্দাদের উদারচিত্তে ক্ষমা করেন, জাহান্নাম থেকে
একাগ্রতার সঙ্গে নামাজ পড়ুন https://www.dailybhorerdak.com/news/237983 https://www.dailybhorerdak.com/news/237983 Fri, 10 Jan 2025 11:36:05 UTC Fri, 10 Jan 2025 11:36:05 UTC https://www.dailybhorerdak.com:443/2025/01/10/BD_1736487483.jpg নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। নামাজ মহান আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক স্থাপনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কেয়ামতের দিন বান্দার আমলগুলোর মধ্যে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব সঠিক হলে অন্যান্য আমলের হিসাবও সহজ হবে। কুরআনুল কারিমের অন্তত ৮২টি স্থানে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। নামাজকে গুরুত্বসহকারে আদায় করা, তার ব্যাপারে যত্নবান হওয়া আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের জন্য একান্ত জরুরি।মহান আল্লাহ এরশাদ করেন, ‘তোমরা নামাজগুলোর প্রতি যত্নবান হও; বিশেষভাবে মধ্যবর্তী নামাজের ব্যাপারে’। (সূরা বাকারা আয়াত ২৩৮)। হাদিস শরিফে মহানবি (সা.) বলেছেন, ‘নামাজ হলো দ্বীনের স্তম্ভ, সুতরাং যে নামাজ কায়েম করল সে দ্বীনকেই কায়েম করল। আর যে নামাজকে ধ্বংস করল, সে
মৃতদের জন্য সওয়াব পৌঁছানোর ২ সুন্নত পদ্ধতি https://www.dailybhorerdak.com/news/235959 https://www.dailybhorerdak.com/news/235959 Thu, 31 Oct 2024 17:24:59 UTC Thu, 31 Oct 2024 17:24:59 UTC https://www.dailybhorerdak.com:443/2024/10/31/BD_1730373947.jpg প্রতিটি মানুষকে নির্ধারিত সময়ে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। চিরঞ্জীব ও চিরন্তন কেবল মাত্র মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা।রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِঅর্থ: ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কেয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়’। (সূরা: আলে ইমরান, আয়াত: ১৮৫)অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, كُلُّ نَفْسٍ
হজের টাকা ফেরত প্রতারক চক্র হতে সতর্ক থাকতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ https://www.dailybhorerdak.com/news/235536 https://www.dailybhorerdak.com/news/235536 Mon, 21 Oct 2024 13:42:35 UTC Mon, 21 Oct 2024 13:42:35 UTC https://www.dailybhorerdak.com:443/2024/10/21/BD_1729497994.jpg হজের টাকা ফেরত প্রতারক চক্র হতে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত রবিবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র টাকা ফেরত দেয়া হবে মর্মে আশ্বাস দিয়ে হজযাত্রী কিংবা হাজী, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ও হজ গাইডদেরকে ফোন করে তাদের ডেবিড বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে।এতে আরো বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে হাজী, হজ এজেন্সি ও হজ গাইডদের রিফান্ডের টাকা সরাসরি ব্যাংক হিসাবে BEFTN অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয়। এজন্য কোন ডেবিড বা ক্রেডিট কার্ড,
বায়তুল মুকাররমের খতিব মুফতি রুহুল আমিন অপসারিত https://www.dailybhorerdak.com/news/234612 https://www.dailybhorerdak.com/news/234612 Sun, 22 Sep 2024 20:05:40 UTC Sun, 22 Sep 2024 20:05:40 UTC https://www.dailybhorerdak.com:443/2024/09/22/BD_1727014126.jpg বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোঃ রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইসলামিক ফাউণ্ডেশন থেকে এসংক্রান্ত পত্র জারী করা হয়েছে।ইফা কর্তৃক জারীকৃত এই পত্রে বলা হয়েছে-বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব আল্লামা মুফতি রুহুল আমীন তাঁর দায়িত্ব পালনকালে মাঝে মাঝে কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। সর্বশেষ গত ১৯/০৭/২০২৪, ০২/০৮/২০২৪, ০৯/০৮/২০২৪, ১৬/০৮/২০২৪ ও ২৩/০৮/২০২৪ খ্রিষ্টাব্দ শুক্রবারের জুমা'র নামাজে অনুপস্থিত থাকায় গত ২৯/০৮/২০২৪ তারিখে স্মারক নং-১৬.০১.০০০০.০২৭.০৫.০০৮.২২.১৭৭৬ মারফত এ কার্যালয় হতে তাঁকে কারণ দর্শানো হয়। এছাড়া গত ২০/০৯/২০২৪ তারিখ জুম্মার নামাজ পড়াতে তাঁর মসজিদে আগমন এবং খুতবা দেয়ার চেষ্টাকালে এক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত
যে তিন আমল করলে হায়াত ও রিজিক বাড়ে https://www.dailybhorerdak.com/news/233509 https://www.dailybhorerdak.com/news/233509 Mon, 19 Aug 2024 18:12:42 UTC Mon, 19 Aug 2024 18:12:42 UTC https://www.dailybhorerdak.com:443/2024/08/19/BD_1724069644.jpg জীবন-মৃত্যু নির্ধারিত। প্রত্যেক মানুষ তার নির্ধারিত সময়ে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করবে। কিন্তু এমন কিছু কাজ আছে, যে কাজগুলো করলে আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দেবেন। হায়াত বৃদ্ধি পাওয়া আক্ষরিক অর্থেও হতে পারে।অথবা এর অর্থ হলো, মহান আল্লাহ হায়াতে বরকত দান করেন। যার কারণে অল্প সময়ে অনেক বেশি সত্কর্ম করা সম্ভব হয়। ফলে কেউ (উদাহরণস্বরূপ) ৭০ বছরের আমল ৫০ বছরেই করে ফেলতে পারে। কিংবা মহান আল্লাহ তাকে এমন কাজ করার তাওফিক দান করবেন, যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে।১। মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা।সালমান ফারসি (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না
কেয়ামতের দিন অন্যায়ভাবে হত্যাকারীর শাস্তি কী হবে? https://www.dailybhorerdak.com/news/233316 https://www.dailybhorerdak.com/news/233316 Tue, 13 Aug 2024 18:08:02 UTC Tue, 13 Aug 2024 18:08:02 UTC https://www.dailybhorerdak.com:443/2024/08/13/BD_1723550968.jpg মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার অত্যন্ত মহব্বতের সৃষ্টি মানুষ। আর তাই তো তিনি মানব সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের প্রবল আপত্তি উপেক্ষা করেছেন এবং মানুষকে এই জমিনে তার প্রতিনিধি বলে ঘোষণা দিয়েছেন।আল কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلاَئِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الأَرْضِ خَلِيفَةً قَالُواْ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاء وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لاَ تَعْلَمُونَঅর্থ: ‘আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন তারা বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা প্রতিনিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র
চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ, মুখে বাঁধা কালো কাপড় https://www.dailybhorerdak.com/news/233203 https://www.dailybhorerdak.com/news/233203 Sat, 10 Aug 2024 17:59:00 UTC Sat, 10 Aug 2024 17:59:00 UTC https://www.dailybhorerdak.com:443/2024/08/10/BD_1723291228.jpg চট্টগ্রাম মহানগরের চেরাগি পাহাড় মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের ওপর হামলার’প্রতিবাদে শনিবার বিকেলে সড়ক অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।কর্মসূচিতে ‘আমরা কেন স্বাধীন নই’,‘আমার মন্দিরে হামলা কেন?দেশ ছাড়তে হুমকি কেন? রাষ্ট্র জবাব চাই, ‘মানবসেবা যাদের ধর্ম তাদের ওপর হামলা কেন?’ বাঁচতে হলে লড়তে হবে, আঘাত আসবে যেখানে প্রতিরোধ হবে সেখানে’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। এ সময় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। কর্মসূচীতে সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখতে দ্রæত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার
প্রতিশোধ নয় ক্ষমাই ইসলামের সৌন্দর্য https://www.dailybhorerdak.com/news/233166 https://www.dailybhorerdak.com/news/233166 Fri, 09 Aug 2024 16:04:11 UTC Fri, 09 Aug 2024 16:04:11 UTC https://www.dailybhorerdak.com:443/2024/08/09/BD_1723197956.jpg মহানবি (সা.)-এর মক্কা বিজয় ছিল ইতিহাসের শ্রেষ্ঠ বিপ্লব, শ্রেষ্ঠ বিজয়। কিন্তু মহানবি (সা.)-এর বিজয় উদযাপনে আত্মপ্রচার, বিজয়ের গৌরব ও অহংকারের চিহ্ন কোথাও ছিল না। ছিল শুধু নম্রতা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। মক্কা বিজয়ের পর রাসূল (সা.) ৯ জন দাগি অপরাধীর মৃত্যুদণ্ড ঘোষণা করেও শেষ পর্যন্ত পাঁচজনকে মাফ করে দিয়েছিলেন।মক্কা বিজয়ের পর রাসূল (সা.) কোনো ধরনের প্রতিশোধ নেননি, সবাইকে ক্ষমা করে দেন। কৃতজ্ঞতায় তার শির নুইয়ে পড়ল মহান রবের দরবারে। তিনি বিজয়োত্তর আট রাকাত শোকরানা সালাত আদায় করলেন। প্রাণের শত্রুদের হাতের মুঠোয় পেয়েও তিনি ক্ষমা করে দিলেন। ঘোষণা করলেন শাশ্বত বিজয়বাণী-‘আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই। যাও, তোমরা সবাই মুক্ত।’নবি
রাতে সুরা মুলক তিলাওয়াতের বিশেষ ফজিলত https://www.dailybhorerdak.com/news/232557 https://www.dailybhorerdak.com/news/232557 Thu, 27 Jun 2024 11:40:59 UTC Thu, 27 Jun 2024 11:40:59 UTC https://www.dailybhorerdak.com:443/2024/06/27/BD_1719466949.jpg পবিত্র কুরআনের ৩০ আয়াতবিশিষ্ট একটি সুরা, যা আল্লাহর কাছে ততক্ষণ সুপারিশ করবে, যতক্ষণ না তার পাঠকারীকে ক্ষমা করা হয়। সুরাটির
১৮ই জ্বিলহজ্ব গাদিরে খুম https://www.dailybhorerdak.com/news/232310 https://www.dailybhorerdak.com/news/232310 Thu, 13 Jun 2024 16:10:56 UTC Thu, 13 Jun 2024 16:10:56 UTC https://www.dailybhorerdak.com:443/2024/06/13/BD_1718273537.jpg প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দশম হিজরি জিলহজ্ব মাসের ৯ তারিখে আরাফাতের বিশাল ময়দানে উপস্থিত প্রায় ১ লক্ষ ২৪ হাজার সাহাবীর সম্মুখে ইহজীবনের অন্তিম ভাষণ দান করেন, যা ‘বিদায় হজ্বের ঐতিহাসিক ভাষণ’ নামে পরিচিত। তিনি ১০ই যিলহাজ্জ কুরবানীর দিন ‘মিনা’য় অবস্থানকালে সকালে সূর্য উপরে উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি সাদা-কালো মিশ্রিত বাহনে আরোহন করে (কংকর নিক্ষেপের পর) জামরায়ে আক্বাবায় অপর একটি ভাষণ দেন। বিদায় হজে¦র সকল আনুষ্ঠানিকতা শেষ করার পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা শরীফ হতে মদীনা শরীফের দিকে যাত্রা করেন এবং ১৮ই যিলহজ¦ ‘গাদীরে খুম’ বা জলাশয়ের নিকটে পৌঁছে সেখানে যাত্রা
রাম নবমী উদযাপনের ব্যাপক প্রস্তুতি বাংলাদেশ হিন্দু মহাজোটের https://www.dailybhorerdak.com/news/230202 https://www.dailybhorerdak.com/news/230202 Mon, 01 Apr 2024 18:10:43 UTC Mon, 01 Apr 2024 18:10:43 UTC https://www.dailybhorerdak.com:443/2024/04/01/BD_1711973512.jpg আগামী ১৭ এপ্রিল ঢাকা সহ সারাদেশে রাম নবমী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। প্রস্তুতির অংশ হিসেবে রবিবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় শিব মন্দিরে প্রস্তুতি সভা করেছে হিন্দুত্ববাদী সংগঠনটির নেতারা।বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রাম নবমী উদযাপন পরিষদের আহবায়ক রুপনাগ গৌর দাশ ব্রক্ষ্মচারী, বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সুজন দে, সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, সমন্বয়ক নারায়র ঘোষ, প্রেসিডিয়াম সদস্য নকুল কুমার সাহা।এছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাদল সরকার, ইন্দ্রজিত দাশ, শম্ভুনাথ দাশ, সুনীল দাশ (টাইগার, অঞ্জন রায়, পরিমল রায়, বিলাশ পোদ্দার, শিপলু
ধর্মপ্রাণ মুসলমানদের রোজা ভাঙে ও মাকরুহ হয় যেসব কারণে https://www.dailybhorerdak.com/news/229870 https://www.dailybhorerdak.com/news/229870 Thu, 21 Mar 2024 15:56:25 UTC Thu, 21 Mar 2024 15:56:25 UTC https://www.dailybhorerdak.com:443/2024/03/21/BD_1711015153.jpg বাংলাদেশ সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান মাস হলো পবিত্র মাস। এই পবিত্র রমজান মাসে যারা রোজা রাখেন। তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই মুখে দেন না। এ মাসে স্বেচ্ছা নিয়ন্ত্রণ ও বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে তারা নতুন করে আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন।তাই, ধর্মে রোজা সংক্রান্ত যেসব নিয়মের কথা বলা আছে, রমজানে তারা সেগুলো মেনে চলেন।ইসলামের অন্যতম স্তম্ভ রোজা। প্রত্যেক সুস্থ-সবল মানুষের ওপর রোজা ফরজ। মোটাদাগে খাদ্য, পানীয় ও জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার নাম রোজা। তবে এর বেশ কিছু বিধিবিধান রয়েছে। এগুলো রোজার প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েল হিসেবে পরিচিত। যারা রোজা রাখেন তাদের প্রত্যেককে এই মাসয়ালাগুলো সম্পর্কে