সারাদেশ https://www.dailybhorerdak.com https://www.dailybhorerdak.com/images/logo.png https://www.dailybhorerdak.com https://www.dailybhorerdak.com RSS feed from https://www.dailybhorerdak.com en https://www.dailybhorerdak.com 2025-04-20 2025-04-20 সারাদেশ লালপুরে ভুট্টাক্ষেত থেকে একব্যক্তির লাশ উদ্ধার https://www.dailybhorerdak.com/news/241645 https://www.dailybhorerdak.com/news/241645 Sun, 20 Apr 2025 15:24:39 UTC Sun, 20 Apr 2025 15:24:39 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745142229.jpg নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে রবিবার (২০ এপ্রিল) সকালে মাজেদুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুলপুর গ্রামের মাজেদুল একই এলাকার ইয়ার আলী আলীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, মাজেদুলের বাড়ির পেছনের মাঠে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ীতে খবর দেয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের পাশে থেকে একটি খালি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। মাজেদুল এলাকায় কবিরাজি করতো।জুয়া খেলার অভ্যাস ছিল তার। জুয়া খেলতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে সে ঋণ করে। সে ঋণের চাপে বিষপান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় থানায় ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা হয়েছে। লাশ
বরগুনায় চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন https://www.dailybhorerdak.com/news/241644 https://www.dailybhorerdak.com/news/241644 Sun, 20 Apr 2025 15:42:49 UTC Sun, 20 Apr 2025 15:42:49 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745142212.jpg ছয়টি উপজেলা নিয়ে গঠিত উপকূলীয়া জেলা বরগুনায় চীনের অর্থায়নে এক হাজার শয্যা বিশিষ্ট 'চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল' স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বরগুনার সচেতন মহান। রোববার (২০ এপ্রিল ২৫) সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।অ্যাড. রেজবুল কবিরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় বরগুনাবাসী সব সময় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ জেলা থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে এখানকার স্বাস্থ্যখাত অবহেলার শিকার। তাই চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল বরগুনায় স্থাপন করার দাবি জানাচ্ছি।এখানে হাসপাতাল নির্মিত হলে স্থানীয় ১২ লাখ মানুষসহ আশপাশের অন্তত ৩০ লক্ষ মানুষ স্বাস্থ্যসেবার দ্বারা উপকৃত হবে। হাসপাতাল নির্মান করার জন্য বরগুনায়
সাতটি ছানা ফেলে বিড়াল নিখোঁজ, মাইকিং করে ফেরত পেলেন মালিক https://www.dailybhorerdak.com/news/241643 https://www.dailybhorerdak.com/news/241643 Sun, 20 Apr 2025 15:19:14 UTC Sun, 20 Apr 2025 15:19:14 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745141075.jpg বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান জাতের বিড়ালকে খুঁজে পেতে শহরজুড়ে মাইকিং করেছেন মো. সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির সাতটি দুধের ছানা রয়েছে। ছানাগুলোর প্রাণ বাঁচাতে গতকাল শনিবার রাতে আমতলী পৌর শহরে মাইকিং করেন তিনি। আজ রোববার সকালে কালে বিড়ালটির সন্ধান পাওয়া যায়।গতকাল বেলা দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম স্কুলসংলগ্ন মো. শাহরিয়ার বাড়ি থেকে সানাউল্লাহর পোষা সাদা রঙের পার্সিয়ান বিড়ালটি বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ বিড়ালের বিষয়ে পৌর এলাকায় মাইকিং করা হয়।সানাউল্লাহ বলেন, ‘প্রায় দেড় বছর বিড়ালটি বাসায় পালন করছি। ছানাগুলোর অবস্থা দেখে মনে হয়েছে, মা
লাখাইয়ে চোরাই অটোরিকশা উদ্ধার সহ এক আসামী গ্রেপ্তার https://www.dailybhorerdak.com/news/241639 https://www.dailybhorerdak.com/news/241639 Sun, 20 Apr 2025 13:47:01 UTC Sun, 20 Apr 2025 13:47:01 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745139444.jpg হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় চোরাই টমটম গাড়ী উদ্ধার সহ শের আলী নামে এক আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সুত্রে জানা যায় শনিবার ১৯ এপ্রিল দিবাগত রাতে সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মারুগাছ জামে মসজিদ মার্কেটে আসামী শের আলীর গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই টমটম গাড়ী উদ্ধার করে পূর্ব কাটিহারা গ্রামের মৃত আলী আবছর মিয়ার ছেলে শের আলী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে লাখাই থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেপ্তার ও চোরাই অটোরিকশা গাড়ী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায় এ ঘটনায় লাখাই ইউনিয়নের মহরমপুর গ্রামের জানে আলম
বিভিন্ন খালে বিষ প্রয়োগে মাছ শিকার, সুন্দরবনের জীব বৈচিত্র মারাত্মক হুমকির মুখে https://www.dailybhorerdak.com/news/241638 https://www.dailybhorerdak.com/news/241638 Sun, 20 Apr 2025 13:44:36 UTC Sun, 20 Apr 2025 13:44:36 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745135216.jpg পূর্ব ও পশ্চিম সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে চলছে পরিবেশ বিধ্বংসী বিষ প্রয়োগে মাছ শিকার। এতে বনের গহীনে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। আর জেলে নামক এক শ্রেণীর দূর্বৃত্তদের এ কাজে সহযোগীতা করছেন বনবিভাগের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী। ফলে বনের জীব বৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়ছে।একাধিক সূত্রে জানা গেছে, সুন্দবনের ৩১ শতাংশ জায়গা জুড়ে রয়েছে জলাভূমি। বিপুল প্রাকৃতিক সম্পদের বৃহৎ অংশ জুড়ে রয়েছে মৎস্য সম্পদ। জালের মত ছড়িয়ে রয়েছে ৪৫০টি নদ-নদী। আর এই নদ-নদীতে রয়েছে ২১০ প্রজাতির সাদা মাছ।এর মধ্যে ২৬ প্রজাতির চিংড়ি, ১৩ প্রজাতির কাঁকড়াসহ অসংখ্য জলজ প্রানী। সরকার প্রতি বৎসর এই মৎস্য সম্পদ
জয়পুরহাট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কমপ্লিট সার্টডাউন ও অবস্থান কর্মসূচী পালন করেছে ব্যবসায়ীরা https://www.dailybhorerdak.com/news/241637 https://www.dailybhorerdak.com/news/241637 Sun, 20 Apr 2025 13:39:51 UTC Sun, 20 Apr 2025 13:39:51 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745135072.jpg জয়পুরহাট পৌরসভার অধীন মার্কেট ও দোকান সমূহের ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ২ ঘন্টাব্যাপী কমপ্লিট সার্টডাউন ও অবস্থান কর্মসূচী পালন করেছে ব্যবসায়ীরা।জয়পুরহাট পৌরসভা নিয়ন্ত্রনাধীন সকল মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় পৌরসভা নিয়ন্ত্রনাধীন সকল মার্কেট ও দোকান বন্ধ রাখা হয়।অবস্থান র্কসূচীতে মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায় এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, ওবাইদুর রহমান টিসু, উপদেষ্টা শাহজাহান আলী সহ অন্যন্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।অবস্থান র্কসূচী শেষে পৌর মার্কেটের ভাড়া প্রতিবর্গফুট ৩ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়ে জেলা প্রশাসক আফরোজা আক্তার
ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা https://www.dailybhorerdak.com/news/241636 https://www.dailybhorerdak.com/news/241636 Sun, 20 Apr 2025 13:35:31 UTC Sun, 20 Apr 2025 13:35:31 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745134787.jpg ফেনীতে ফসলি জমির মাটি কাটার অপরাধের শেখ ফরিদ (৪৮) নাম এক ব্যাক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।আজ ২০ এপ্রিল দুপুরে ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি সজিব তালুকদার এ রায় প্রদান করেন। দন্ডিত শেখ ফরিদ লেমুয়া ইউনিয়নের নাজমুল হকের ছেলে।সূত্রে জানা গেছে , কসকা লেমুয়া এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার খবর পেয়ে, সদর উপজেলা সহকারি কমিশনার সজিব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটার সাথে জড়িত থাকায় লেমুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড়ের নাজমুল হকের ছেলে শেখ ফরিদ (৪৮) কে ৫ লাখ টাকা জরিমানা করা হয় ।নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, কৃষি জমির টপ সয়েল কেটে জমির উর্বরতা
টুঙ্গিপাড়ায় থানার পাশের দোকানেই চুরি https://www.dailybhorerdak.com/news/241635 https://www.dailybhorerdak.com/news/241635 Sun, 20 Apr 2025 13:12:04 UTC Sun, 20 Apr 2025 13:12:04 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745133174.jpg গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ভবন সংলগ্ন একটি চায়ের দোকানে চুরি হয়েছে। কিন্তু চুরির বিষয়ে জানেনই না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।শনিবার দিবাগত রাতে থানা সংলগ্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চা বিক্রেতা নাসির হোসেন।তিনি বলেন, প্রায় ১৮ বছর বছর ধরে এই থানার পাশে চা, সিগারেটের দোকান পরিচালনা করে আসছি। প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরদিন ভোরে লোক মাধ্যমে খবর পাই দোকানে চুরি হয়েছে। পরে দোকানে এসে দেখি চোরেরা দোকানের টিনের একপাশের কড়া খুলে দুই হাজার টাকার সিগারেট, দুই হাজার টাকা মূল্যের একটি ফ্যান, কয়েক প্যাকেট বিস্কুট ও একটি নোকিয়া মোবাইল চুরি করেছে।তিনি আরও বলেন,
চট্টগ্রামের আতুরার ডিপোতে সিএনজিতে বোমা হামলায় দুই নারী দগ্ধ https://www.dailybhorerdak.com/news/241633 https://www.dailybhorerdak.com/news/241633 Sun, 20 Apr 2025 12:53:33 UTC Sun, 20 Apr 2025 12:53:33 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745132068.jpg চট্টগ্রাম মহানগরের চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্টোল বোমায় দুই নারী দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।দগ্ধদের মধ্যে রয়েছেন লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম।তিনি বলেন, দুইজনই পেট্টোল বোমার আঘাতে দগ্ধ হয়েছেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এস খালেদ জানান, লায়লার শ্বাসনালি পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য
নবীনগরে ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন কৃষকরা https://www.dailybhorerdak.com/news/241632 https://www.dailybhorerdak.com/news/241632 Sun, 20 Apr 2025 12:50:53 UTC Sun, 20 Apr 2025 12:50:53 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745131934.jpg ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার হাওরের চরাঞ্চল এবং যেখানে পানির স্বল্পতায় ধান আবাদ কঠিন কয়েক বছর ধরে এসব জায়গায় কৃষকেরা ভুট্টা চাষে ঝুঁকেছেন। ভুট্টায় উৎপাদন খরচ কম, লাভ বেশি। বন্যা কিংবা খরার ভয় নেই। এবারও ফলন হয়েছে বাম্পার। গত কয়েক বছরে শীতকালের শুরুতে ঝড় বা বৃষ্টিতে রবি শস্যে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপদ ফসল হিসেবে এবছর ভূট্টা আবাদ বৃদ্ধি করেছে কৃষক। যখন থেকে দেশের পোল্ট্রি ও ফিড মিল খাতে ভুট্টার চাহিদা বাড়ে; তখন তাদের চোখে জ্বলে ওঠে নতুন সম্ভাবনার আলো। তারা ধান ছেড়ে আগলে ধরেন ভুট্টা চাষকে। উপজেলা কৃষি অফিস জানায় গত বছর ভুুূট্টা আবাদ হয়েছিল ১২৫ হেক্টর, এই বছর শীতকালীন ভূট্টা আবাদা
মতলব উত্তরে ভিমরুলের কামড়ে ১ জনের মৃত্যু, স্ত্রী সন্তান আইসিইউতে https://www.dailybhorerdak.com/news/241631 https://www.dailybhorerdak.com/news/241631 Sun, 20 Apr 2025 12:47:50 UTC Sun, 20 Apr 2025 12:47:50 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745131750.jpg চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে ১ জনের মৃত্যু হয়েছে। আসংখ্যাজনক অবস্থায় আইসিইউতে আছেন স্ত্রী, সন্তান চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে উপজেলার দূ্গাপুর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামে। মৃত ব্যাক্তির নাম ছালামত উল্লাহ মিয়াজি (৫৫)। সে বড় দূ্গাপুর মিয়াজি বাড়ির তমিজ উদ্দিন মিয়াজির ছেলে। সে আলোর সন্ধানে বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ছিলেন।জানা যায়, ছালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম শনিবার (১৯ মার্চ) বিকেলে মেয়ের শশুর বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে রাস্তার ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়া কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে
রাঙ্গুনিয়ায় আবারো গৃহবধূর লাশ উদ্ধার, অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামী-শাশুড়ি আটক https://www.dailybhorerdak.com/news/241628 https://www.dailybhorerdak.com/news/241628 Sun, 20 Apr 2025 12:29:00 UTC Sun, 20 Apr 2025 12:29:00 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745130642.jpg চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা অভিযোগে স্বামী ও শাশুড়ি হয়েছে আটক।নিহত গৃহবধূর নাম নিশু আক্তার (১৮)। সে উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল এলাকার মনির উদ্দিনের মেয়ে।রবিবার (২০ এপ্রিল) পুলিশের সূত্রে জানা যায়, এর আগেরদিন গত শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল সিঙ্গাপুর গুচ্ছ গ্রামে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে এবং আত্মহত্যায় প্ররোচনার নিশুর মা শেলী আক্তারের করা অভিযোগের ভিত্তিতে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা।আত্মহত্যা বিষয়ে নিশুর চাচা মোহাম্মদ মামুন বলেন, নিশুর স্বামী সাকিবুল হাসানের (২১) সঙ্গে শুক্রবার রাতে পারিবারিক বিষয়
রাঙ্গুনিয়ায় ওয়ালটন শো-রুমে কোটি টাকার মালামাল পুড়ে ছাই https://www.dailybhorerdak.com/news/241627 https://www.dailybhorerdak.com/news/241627 Sun, 20 Apr 2025 12:25:29 UTC Sun, 20 Apr 2025 12:25:29 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745130488.jpg চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ওয়ালটন শো-রুম ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যক্তি।শনিবার (১৯ এপ্রিল) বিকালে রোয়াজারহাট ওয়ালটন শোরুমে এ ঘটনাটি ঘটেছে।জানা যায়, উপজেলার পৌরসভার রোয়াজারহাট বাজারের শাহ আমানত মার্কেটে মো. লোকমান তালুকদারের মালিকানাধীন ওয়ালটন শো-রুমের তৃতীয় তলায় বিকাল পৌনে পাঁচটায় আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে বিভিন্ন আইটেমের ইলেকট্রিক সরঞ্জামাদি পুড়ে যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস, রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে
বরগুনায় শ্রমিক লীগ আহবায়ক হালিম মোল্লা গ্রেফতার https://www.dailybhorerdak.com/news/241625 https://www.dailybhorerdak.com/news/241625 Sun, 20 Apr 2025 11:39:54 UTC Sun, 20 Apr 2025 11:39:54 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745127639.jpg শেখ হাসিনাকে সরকার দাবি করে ঈদ উপহার বিতরণ, গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ, চাঁদাবাজি সহ ৯ মামলার আসামি বরগুনা জেলা শ্রমিকলীগ নেতা আব্দুল হালিম মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল ২৫) রাত ১২ টার দিকে বরগুনা সদরের লাকুরতলা থেকে গ্রেপ্তার করা হয়।থানা সুত্রে জানা যায়, আব্দুল হালিম মোল্লার বিরুদ্ধে ২ টি চাঁদাবাজি মামলা, ১ টি মাদক ও ১ বিস্ফোরণ সহ বিভিন্ন অভিযোগে ৯ টি মামলা দায়ের করা হয়। ৫ আগষ্টের পর তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করলে তিনি জামিনে বের হয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে অস্থিতিশীলতা সৃষ্টি করে। আব্দুল
ফেনীতে ৭৬ কেজি গাঁজা উদ্ধার https://www.dailybhorerdak.com/news/241623 https://www.dailybhorerdak.com/news/241623 Sun, 20 Apr 2025 11:36:19 UTC Sun, 20 Apr 2025 11:36:19 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745127450.jpg ফেনীর ছাগলনাইয়া উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।আজ ২০ এপ্রিল রাত ৩ টায় ফেনীস্থ ৪ বিজিবির সদস্যরা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গাঁজা গুলো উদ্ধার করে।বিজিবি সূত্রে জানা গেছে,রাত ৩ টার সময় ছাগলনাইয়া চম্পক নগর বিওপির এলাকায় টহল কালে সীমান্তে গাঁজা প্রবেশ করছে এমন খবরে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের টহল দল দেখে গাঁজার বস্তা পেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি বস্তাগুলো জব্দ করে এতে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে। জব্দকৃত গাঁজা ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কাজ প্রক্রিয়াধীন আছে।ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান,