বিনোদন https://www.dailybhorerdak.com https://www.dailybhorerdak.com/images/logo.png https://www.dailybhorerdak.com https://www.dailybhorerdak.com RSS feed from https://www.dailybhorerdak.com en https://www.dailybhorerdak.com 2025-04-20 2025-04-20 বিনোদন বাংলা নববর্ষে মঞ্চ মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা https://www.dailybhorerdak.com/news/241463 https://www.dailybhorerdak.com/news/241463 Wed, 16 Apr 2025 12:33:24 UTC Wed, 16 Apr 2025 12:33:24 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/16/BD_1744786075.jpg গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের ৭৪ নং বুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাচে-গানে দর্শক মাতালেন
মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা https://www.dailybhorerdak.com/news/241237 https://www.dailybhorerdak.com/news/241237 Wed, 09 Apr 2025 15:40:46 UTC Wed, 09 Apr 2025 15:40:46 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/09/BD_1744191740.jpg বলিউড অভিনেতা সাইফ আলি খান ২০১২ সালে এক হোটেলে মারামারির ঘটনায় অভিযুক্ত হন। অভিনেত্রী মালাইকা আরোরাও সেই ঘটনায় নাম জড়ায়। এবার সেই মামলার মালাইকার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করছে মুম্বাইয়ের এক আদালত। ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে এক হোটেলে বাগবিতণ্ডায় জড়ান সাইফ আলি খান। সেই বাগবিতণ্ডা হাতাহাতিতে পরিণত হয়। সাইফের আক্রমণে ওই ব্যক্তি নাকে আঘাত পান। এমনকী তার নাকের হাড় নাকি ভেঙে যায়। এরই প্রেক্ষিতে ইকবাল সাইফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সময় হোটেলে সাইফের সঙ্গে ছিলেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা আরোরা, অমৃতা আরোরা ও আরও অনেকে।সংবাদসংস্থা পিটিআই
Cineplex Entertainment এর নতুন নাটক "লোকাল বাসের যাত্রী" https://www.dailybhorerdak.com/news/240921 https://www.dailybhorerdak.com/news/240921 Tue, 25 Mar 2025 13:43:31 UTC Tue, 25 Mar 2025 13:43:31 UTC https://www.dailybhorerdak.com:443/2025/03/25/BD_1742889343.jpg রিলিজ হয়েছে বাংলা নাটক "লোকাল বাসের যাত্রী" নাটকটির গল্প লিখেছেন সালাম বাদল রচনা ও পরিচালনায় ছিলেন এসময়ের একজন মেধাবী নাট্যকার ও নাট্যনির্মাতা এম আর আলী।নাটকটি প্রযোজনা করেছেন আজিম মিয়া।গত ২০ মার্চে Cineplex Entertainment Yutube Channel এ নাটকটি রিলিজ হয়েছে। "লোকাল বাসের যাত্রী"একটু ভিন্ন ধারায় বিনোদন ও বাস্তবতা মুখী নাটক।এই নাটকে অভিনয় করেছেন ব্যক্কল বউ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মানসি প্রকৃতি এবং ব্যক্কল জামাই খ্যাত ভার্সেটাইল অভিনেতা তন্ময় সোহেল।এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, হুমায়ূন কাবেরী, শিখা রাণী,নাজিম উদ্দিন,সালাম বাদল, ইসরাত জাহান,শেলী আক্তার,মনির হোসেন,অনিরুদ্ধ লালন,খান আজম, মাসুদ রানা,মিলন আল বিন, বাপ্পী, ফয়সাল খান ও আরো অনেকে।Cineplex Entertainment এর আরো দু'টি নাটক হুজুরের পিচ্চি
অস্কারের প্রয়োজন নেই, জাতীয় পুরস্কারই যথেষ্ট : কঙ্গনা https://www.dailybhorerdak.com/news/240658 https://www.dailybhorerdak.com/news/240658 Tue, 18 Mar 2025 14:18:39 UTC Tue, 18 Mar 2025 14:18:39 UTC https://www.dailybhorerdak.com:443/2025/03/18/BD_1742286078.jpg বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়ান তিনি। পরিচালক-অভিনেত্রীর যদিও তা নিয়ে মাথাব্যথা নেই। তিনি মনে আর মুখে এক। যেমন, সদ্য মুখ খুলেছেন তার ‘ইমার্জেন্সি’ নিয়ে। ছবিটি গত সপ্তাহে জাতীয় স্তরের ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েই ‘ট্রেন্ডিং ১’ এ রয়েছে। এই ফলাফল দেখে এক অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে জানিয়েছিলেন, ছবিটি আন্তর্জাতিক পুরস্কারমঞ্চের প্রতিযোগিতায় যাওয়ার যোগ্য। তখনই কঙ্গনা জানান, তার ছবি জাতীয় পুরস্কারে সম্মানিত হলেই খুশি তিনি।পুরস্কারের বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা লিখেছেন, ‘অস্কারের পিছনে দৌড়নো ভীষণ বোকা বোকা! আমার কাছে জাতীয় পুরস্কার যথেষ্ট। ‘ইমার্জেন্সি’ জাতীয় সম্মান পেলেই আমি খুশি।’সকলে যখন আন্তর্জাতিক মঞ্চে বিখ্যাত হওয়ার জন্য ব্যস্ত, তখনও
সিকিমে প্রেমিকের সঙ্গে একান্তে মধুমিতা https://www.dailybhorerdak.com/news/240465 https://www.dailybhorerdak.com/news/240465 Thu, 13 Mar 2025 12:24:16 UTC Thu, 13 Mar 2025 12:24:16 UTC https://www.dailybhorerdak.com:443/2025/03/13/BD_1741847238.jpg অভিনেত্রী মধুমিতা সরকার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ে এখন বেশি একটা দেখা না গেলেও খোলামেলা পোশাকের জন্য ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা হয়ে থাকে।এদিকে ব্যক্তিগত জীবনে ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি। তবে পুনরায় সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী।প্রেমিক দেবমাল্যর সঙ্গে সিকিমের পাহাড়ে সময় কাটাচ্ছেন তিনি। পাহাড় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন নিজেদের নানা মুহূর্ত।শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশ হাসিখুশি খোশ মেজাজে ধরা দিয়েছেন এ জুটি। ছবি শেয়ার করে মধুমিতা ক্যাপশনে লিখেন, ‘এই পাঁচ মাসে জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য
এখন রিলস বানিয়েই অনেকে তারকা হয়ে যাচ্ছেন : তানজিকা https://www.dailybhorerdak.com/news/239583 https://www.dailybhorerdak.com/news/239583 Wed, 19 Feb 2025 11:13:11 UTC Wed, 19 Feb 2025 11:13:11 UTC https://www.dailybhorerdak.com:443/2025/02/19/BD_1739942209.jpg বিনোদন অঙ্গনে অস্থিরতা নিয়ে নানা অনুষ্ঠান-আয়োজনে কথা বলছেন শিল্পীরা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সেলিব্রেটি শোতে বিনোদন অঙ্গনের অসঙ্গতি তুলে ধরেন অভিনেত্রী তানজিকা আমিন। এই অভিনেত্রী বলেন, আমি হাঁটছি, কী খাচ্ছি, কোথায় যাচ্ছি- এ নিয়ে রিলস হচ্ছে। এখনতো রিলস বানিয়েই অনেকে তারকা হয়ে যাচ্ছেন। তারপর দুই লাখ, চার লাখ টাকা করে পারিশ্রমিক হাকাচ্ছেন। এটা তো আমরাও করতে পারি। একটি ছেলে সঙ্গে রেখে ভিডিও করলেই তো হয়। তিনি বলেন, এতদিন যারা অভিনয় শিখে এসেছেন তারা পাচ্ছেন এক নাটকে ২০ থেকে ৫০ হাজার টাকা। তাদের কোন মূল্য নেই! আর যাদের ভিউ বেশি তাদের কাজে নেওয়া হচ্ছে। তাদের অভিনীত ফিকশনের ছোট ছোট রিল
পরিচালনায় অভিনেত্রী কেট উইন্সলেট https://www.dailybhorerdak.com/news/239582 https://www.dailybhorerdak.com/news/239582 Wed, 19 Feb 2025 11:10:47 UTC Wed, 19 Feb 2025 11:10:47 UTC https://www.dailybhorerdak.com:443/2025/02/19/BD_1739941931.jpg তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবন কেট উইন্সলেটের। এই দীর্ঘ সময় ক্যামেরার সামনেই ছিল তার ব্যস্ততা। অবশ্য বেশ কিছু সিনেমা-সিরিজ প্রযোজনাও করেছেন। তবে এ বছর নতুন পথে যাত্রা শুরু হচ্ছে কেটের। প্রথমবারের মতো হাজির হচ্ছেন পরিচালক হিসেবে। নেটফ্লিক্সের ফ্যামিলি ড্রামা ‘গুডবাই জুন’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হবে কেট উইন্সলেটের। পরিচালনার পাশাপাশি গুডবাই জুনে অভিনয়ও করবেন তিনি। প্রযোজনায়ও থাকবেন। এতে আরও দেখা যাবে টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো, টিমোথি স্পাল ও হেলেন মিরেনকে। চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রীর ছেলে জো অ্যান্ডার্স। কেট উইন্সলেটের সঙ্গে এতে সহপ্রযোজক হিসেবে থাকবেন কেট সলোমন। কেমন হবে গুডবাই জুনের গল্প? নেটফ্লিক্স জানিয়েছে, সিনেমাটির গল্প মর্মস্পর্শী, একই সঙ্গে
হাড় ভেঙেছে কে-পপ তারকা ফিলিক্সের https://www.dailybhorerdak.com/news/239478 https://www.dailybhorerdak.com/news/239478 Mon, 17 Feb 2025 11:51:34 UTC Mon, 17 Feb 2025 11:51:34 UTC https://www.dailybhorerdak.com:443/2025/02/17/BD_1739771568.jpg সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কে-পপ তারকা ফিলিক্স। গত শনিবার দক্ষিণ কোরিয়ার ইন্সপায়ার এরিনায় দুর্ঘটনাটি ঘটে। এতে তার হাতের হাড় ভেঙে গেছে। ফিলিক্সের এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। স্ট্রে কিডসের মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে, ভক্তদের সঙ্গে সভা শেষ হওয়ার পর ফিলিক্স বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠেন। গাড়িটি ইন্সপায়ার এরিনা পার্কিং লট থেকে ধীরে ধীরে মূল লবির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ে গাড়ির পেছনের বাঁ দিকে ধীর গতিতে আসা একটি শাটল বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি গুরুতর নয়। তবে ফিলিক্সের হাতের একটি হাড় ভেঙে গেছে। দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষা করানো
গাড়ি থেকে লাফ দিয়ে বাঁচলেন নায়িকা নিঝুম https://www.dailybhorerdak.com/news/238462 https://www.dailybhorerdak.com/news/238462 Thu, 23 Jan 2025 11:08:46 UTC Thu, 23 Jan 2025 11:08:46 UTC https://www.dailybhorerdak.com:443/2025/01/23/BD_1737609014.jpg দেশে জনগণের নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরেই নানান আলোচনা-সমালোচনা চলছে। কারণ, দেশে ছিনতাই-অপহরণ বেড়ে গেছে। তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশবাসীরা। এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা। গত মঙ্গলবার ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেছেন নিঝুম। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এই চিত্রনায়িকা। এ প্রসঙ্গে গণমাধ্যমে নিঝুম বলেন, আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না। তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ
১৬ তরুণ নাট্যকর্মী পাচ্ছেন ‘এথিক তারুণ্য সম্মাননা’ https://www.dailybhorerdak.com/news/237880 https://www.dailybhorerdak.com/news/237880 Mon, 06 Jan 2025 12:34:15 UTC Mon, 06 Jan 2025 12:34:15 UTC https://www.dailybhorerdak.com:443/2025/01/06/BD_1736145295.jpg মঞ্চনাটকে তরুণ নাট্যকর্মীদের উৎসাহ দিতে বিগত তিন বছরের ধারাবাহিকতায় এবারও প্রদান করা হবে এথিক তারুণ্য সম্মাননা। এথিকের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দেশের বিভিন্ন জেলা শহর থেকে নাট্য সংগঠনের ১৬ জন তরুণ নাট্যকর্মীকে ‘এথিক তারুণ্য সম্মাননা’-২০২৫ প্রদান করা হবে।১১ জানুয়ারি বিকালে বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এবারের পুরস্কার প্রদান করা হবে। নাট্যজন মামুনুর রশীদ, লাকী ইনাম, তারিক আনাম খান, আফজাল হোসেন এবং আজাদ আবুল কালাম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শেষ পর্বে এথিকের জনপ্রিয় নাটক উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ মঞ্চস্থ হবে। নতুন আঙ্গিকে নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার।
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার https://www.dailybhorerdak.com/news/237311 https://www.dailybhorerdak.com/news/237311 Fri, 13 Dec 2024 16:01:34 UTC Fri, 13 Dec 2024 16:01:34 UTC https://www.dailybhorerdak.com:443/2024/12/13/BD_1734084315.jpg হায়দরাবাদে গ্রেফতার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। দিনকয়েক আগে হায়দরাবাদে " পুষ্পা ২" ছবির প্রিমিয়ারে এক মহিলা অনুরাগীর মৃত্যু হওয়ায় অভিনেতা আল্লু অর্জুনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই এবার গ্রেফতার হলেন অর্জুন। শুক্রবার (১৩ ডিসেম্বর ) এই খবর প্রকাশ‍্যে আসতেই দেশের তোলপাড় সিনেদুনিয়া। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যায় থিয়েটারে " পুষ্পা ২" র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই মর্মান্তিক খবর কানে পৌছঁতেই অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায‍্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তবে শুক্রবার
মুক্তি পাচ্ছে বাপ্পী অভিনিত বেলাল সানির - ডেঞ্জার জোন https://www.dailybhorerdak.com/news/237276 https://www.dailybhorerdak.com/news/237276 Thu, 12 Dec 2024 11:50:54 UTC Thu, 12 Dec 2024 11:50:54 UTC https://www.dailybhorerdak.com:443/2024/12/12/BD_1733982677.jpg চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর অধিকাংশ সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে। যে কারণে অল্প সময়ে তিনি ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিতে পেরেছিলেন। কিন্তু হঠাৎ করেই চিরচেনা সেই বাপ্পি হারিয়ে যান রুপালি পর্দা থেকে। দীর্ঘদিন থেকে তাকে দেখা যাচ্ছে না কোনো শুটিং ফ্লোরে। তবে বাপ্পি ফের চলচ্চিত্রে ফিরতে চান চিরচেনা রূপে।আগামী ১৩ ডিসেম্বর বাপ্পির ‘ডেঞ্জার জোন’ সিনেমাটি মুক্তি পাবে। বেলাল সানি পরিচালিত সিনেমাটি দীর্ঘ পাঁচ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে নির্মাতা ও বাপ্পি চৌধুরী আশাবাদি।বেলাল সানি বলেন, ‘‘ডেঞ্জার জোন’ মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেট আগেই পেয়েছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ডিসেম্বর দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবেন।এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী
বিয়ে করে ফের আলোচনায় তৌহিদ আফ্রিদি! https://www.dailybhorerdak.com/news/236374 https://www.dailybhorerdak.com/news/236374 Wed, 13 Nov 2024 13:32:13 UTC Wed, 13 Nov 2024 13:32:13 UTC https://www.dailybhorerdak.com:443/2024/11/13/BD_1731483173.jpg শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালেই আছেন তৌহিদ আফ্রিদি। তবে বিয়ের খবর সামনে আসায় ফের আলোচনায় এলেন তৌহিদ আফ্রিদি।সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। ছবিগুলো বিয়ের। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি-রাইসা।অনেকদিন ধরেই রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না।তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় নি। আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও উত্তর পাওয়া যায়নি।জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি
অভিনেতা শাহরুখ খানকে খুনের হুমকি! https://www.dailybhorerdak.com/news/236170 https://www.dailybhorerdak.com/news/236170 Thu, 07 Nov 2024 16:36:31 UTC Thu, 07 Nov 2024 16:36:31 UTC https://www.dailybhorerdak.com:443/2024/11/07/BD_1730975838.jpg সালমানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার (৭ নভেম্বর ) ভারতের ছত্তিশগড় থেকে একটি উড়োফোন আসে মুম্বই পুলিশের কাছে। সেই ফোনেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছে মুম্বই পুলিশ।জানা গেছে, ফয়জান নামের এক ব‍্যক্তিই এই ভুয়ো ফোনের নেপথ্যে রয়েছে। ভারতীয় ন‍্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।পুলিশ সূত্রে খবর, শাহরুখকে খুন করার হুমকি দিয়ে যুবক ৫০ লক্ষ টাকার দাবি করে। এই ব‍্যক্তি কোনও গ‍্যাংস্টার দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের লোক কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এই নিয়ে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।
ফের শুটিংয়ে ব্যস্ত সামিরা খান মাহি https://www.dailybhorerdak.com/news/235957 https://www.dailybhorerdak.com/news/235957 Thu, 31 Oct 2024 17:13:16 UTC Thu, 31 Oct 2024 17:13:16 UTC https://www.dailybhorerdak.com:443/2024/10/31/BD_1730373318.jpg হাল সময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। বছর জুড়েই তিনি ব্যস্ত থাকেন নাটকের শুটিং নিয়ে। মধ্যে অবশ্য দেশের পরিস্থিতির কারণে নাটকের কাজ অনেকদিন বন্ধ ছিল। চলতি মাস থেকেই শুটিং করছেন এ তারকা। এরইমধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। এরমধ্যে এল আর সোহেল পরিচালিত দু’টি নাটকের শুটিং করেছেন। এরমধ্যে একটিতে তিনি কাজ করেছেন খায়রুল বাসারের বিপরীতে অন্যটিতে নিলয় আলমগীরের সঙ্গে। গতকাল থেকে মাহি কাজ শুরু করেছেন চয়নিকা চৌধুরী পরিচালিত নতুন আরেকটি নাটকের। নাটকটিতে তিনি অভিনয় করছেন জোনায়েদ বোগদাদীর বিপরীতে। উত্তরায় নাটকটির শুটিং চলছে। মাহি জানালেন, চয়নিকা ও জোনায়েদ দু’জনের সঙ্গেই এটি তার প্রথম কাজ।