আন্তর্জাতিক https://www.dailybhorerdak.com https://www.dailybhorerdak.com/images/logo.png https://www.dailybhorerdak.com https://www.dailybhorerdak.com RSS feed from https://www.dailybhorerdak.com en https://www.dailybhorerdak.com 2025-04-20 2025-04-20 আন্তর্জাতিক বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক https://www.dailybhorerdak.com/news/241634 https://www.dailybhorerdak.com/news/241634 Sun, 20 Apr 2025 12:56:15 UTC Sun, 20 Apr 2025 12:56:15 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745132232.jpg বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান মনসুর। পাচারের অর্থ ফেরতে ইতোমধ্যে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ব্রিটেনে তারা কাজ করছে। টাকা পাচারের সঙ্গে জড়িত কয়েকশ ব্যক্তিকে আমরা চিহ্নিত করেছি। তাদের বিষয়ে আমরা ল ফার্মকে নিয়োগ করছি। ফার্মগুলোকে আমরা তথ্য দিব। তারা যদি অর্থ আদায় করতে পারে তার নির্দিষ্ট একটা অংশ তাদের দেওয়া হবে। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডেপুটি গভর্নর হাবিবুর রহমান এ সময়উপস্থিত ছিলেন।বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আইএমএফের টাকার আমাদের খুব একটা দরকার নেই। তাদের ঋণ
জনপ্রিয়তা হারাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প; আবারো ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র https://www.dailybhorerdak.com/news/241630 https://www.dailybhorerdak.com/news/241630 Sun, 20 Apr 2025 12:44:20 UTC Sun, 20 Apr 2025 12:44:20 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745131494.jpg মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের সাম্প্রতিক কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৫০টি অঙ্গরাজ্যে হাজার হাজার মানুষ একযোগে রাস্তায় নেমে আসেন। আন্দোলনটির নাম ছিল “৫০৫০১” অর্থাৎ ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি প্রতিবাদ, একটাই আন্দোলন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয়। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। প্ল্যাকার্ডে ‘ওয়ার্কার শুড হ্যাভ দ্য পাওয়া বা শ্রমিকদের অবশ্য শক্তি থাকা উচিত’, ‘নো কিনশিপ বা রাজতন্ত্রকে
চীনের প্রতি মনোভাব বদলাচ্ছে অনেক আমেরিকান: পিউ জরিপ https://www.dailybhorerdak.com/news/241624 https://www.dailybhorerdak.com/news/241624 Sun, 20 Apr 2025 11:38:05 UTC Sun, 20 Apr 2025 11:38:05 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/20/BD_1745127542.jpg চীনের প্রতি আমেরিকানদের মনোভাব কিছুটা ইতিবাচক হচ্ছে। যদিও বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ এখনো জারি রয়েছে। পিউ রিসার্চ সেন্টারের একটি নতুন জরিপে এমন তথ্য উঠে এসেছে।জরিপের ফলাফল অনুযায়ী, চীন সম্পর্কে আমেরিকানদের নেতিবাচক মনোভাব ৪ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৪ সালে যেখানে ৮৪ শতাংশ আমেরিকান চীনকে নিয়ে বিরূপ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন, ২০২৫ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৭ শতাংশে।গত পাঁচ বছরে এই প্রথম এমন হ্রাস লক্ষ্য করা গেল। এই মনোভাবের পরিবর্তন এসেছে এমন এক সময়ে, যখন ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক আরোপ নিয়ে অচলাবস্থায় রয়েছে, যার ফলে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১৪৫ শতাংশ হারে শুল্ক আরোপ
ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন মমতা https://www.dailybhorerdak.com/news/241605 https://www.dailybhorerdak.com/news/241605 Sat, 19 Apr 2025 17:38:25 UTC Sat, 19 Apr 2025 17:38:25 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/19/BD_1745062843.jpg ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা এমনই অভিযোগ সুপারস্টার মিঠুন চক্রবর্তীর।শুক্রবার (১৮ এপ্রিল ) আসামরাজ‍্যের কাছাড়জেলার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলিউডের সুপারস্টার অভিনেতা, দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী আসামের মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার প্রশংসায় পঞ্চমুখ।অপরদিকে মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জির প্রতি র্ভৎসনা। ওয়াকফ আইনের অবস্থান দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করছেন মমতা ব‍্যানার্জি। মিঠুন চক্রবর্তী বলেন, আসামের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একজন শক্তিশালী রাজনৈতিক নেতা। জনগণ তাঁর প্রতি অনেক আস্থা আছে।উল্লেখ্য, শুক্রবার (১৮ এপ্রিল) শিলচরে অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের বরাক সাংস্কৃতিক মহোৎসবে অংশ নিতে শিলচর এসেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী।
৬ হাজার জীবিত অভিবাসীকে 'মৃত' ঘোষণা করল সামাজিক নিরাপত্তা প্রশাসন https://www.dailybhorerdak.com/news/241593 https://www.dailybhorerdak.com/news/241593 Sat, 19 Apr 2025 14:23:31 UTC Sat, 19 Apr 2025 14:23:31 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/19/BD_1745051170.jpg যুক্তরাষ্ট্রে নজিরবিহীন এক পদক্ষেপে ৬ হাজারেও এর বেশি অভিবাসীকে 'মৃত' হিসেবে চিহ্নিত করেছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ) বা সামাজিক নিরাপত্তা প্রশাসন, যাতে তারা নিজ ইচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করে।এমনটাই জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। কিন্তু এখন এইসব জীবিত মানুষদের কেউ কেউ নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে ড্রাইভিং লাইসেন্স, ওয়ার্ক পারমিট এবং অন্যান্য কাগজপত্র হাতে নিয়ে এসএসএ অফিসে হাজির হচ্ছেন। ফলে সংস্থাকে বাধ্য হয়ে তাদের নাম পুনঃস্থাপন করতে হচ্ছে। ওয়াশিংটন পোস্ট জানায়, গত এক সপ্তাহে অন্তত ৩০ জনকে এসএসএ-র 'ডেথ মাস্টার ফাইল' থেকে সরানো হয়েছে।এই উদ্যোগটি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে শুরু হয়, যা ট্রাম্প প্রশাসন এবং এলন মাস্ক-এর 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি'
হার্ভার্ডকে দেওয়া ২.৭ মিলিয়ন ডলারের অনুদান বাতিলের ঘোষণা দিলেন নোয়েম https://www.dailybhorerdak.com/news/241509 https://www.dailybhorerdak.com/news/241509 Thu, 17 Apr 2025 11:41:36 UTC Thu, 17 Apr 2025 11:41:36 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/17/BD_1744868702.jpg হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বুধবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান উত্তেজনার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দকৃত ২.৭ মিলিয়ন ডলারের বেশি অনুদান বাতিলের ঘোষণা দেন।হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া দুইটি অনুদান বাতিল করা হয়েছে, যার মোট পরিমাণ ২.৭ মিলিয়ন ডলারেরও বেশি। সেইসঙ্গে সেক্রেটারি নোয়েম হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভিসাধারীদের অবৈধ ও সহিংস কার্যক্রম সম্পর্কিত 'বিস্তারিত তথ্য' চেয়ে চিঠি দিয়েছেন।নোয়েম বলেন, 'হার্ভার্ডের নেতৃত্বের দুর্বলতা ও আপসহীন মানসিকতার কারণে তারা সাম্প্রদায়িক ঘৃণার কাছে নতজানু হয়ে পড়েছে, যা চরমপন্থী সহিংসতার জন্য এক ধরনের উর্বর ক্ষেত্র তৈরি করছে এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।'তিনি আরও বলেন, 'আমেরিকারবিরোধী
মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, অভিবাসন নীতির আতঙ্ক ফের আলোচনায় https://www.dailybhorerdak.com/news/241472 https://www.dailybhorerdak.com/news/241472 Wed, 16 Apr 2025 13:08:14 UTC Wed, 16 Apr 2025 13:08:14 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/16/BD_1744787365.jpg জন্মসূত্রে মার্কিন নাগরিক ও অভিবাসন আইনজীবী নিকোল মিচেরনি সম্প্রতি একটি ইমেইল পেয়েছেন, যেখানে তাকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে। ১১ এপ্রিল প্রাপ্ত ওই ইমেইলটি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসনের অধীনস্থ অভিবাসন কর্তৃপক্ষ।ইমেইলটির শিরোনাম ছিল 'প্যারোলের অবসানের নোটিশ', সেখানে লেখা ছিল: 'এখন আপনার যুক্তরাষ্ট্র ত্যাগ করার সময় হয়েছে। আপনি যদি অবিলম্বে দেশ না ছাড়েন, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপে আপনাকে অপসারণ করা হতে পারে।'মিচেরনি এনবিসি বোস্টনকে বলেন, 'প্রথমে ভাবছিলাম এটা হয়তো আমার কোনো ক্লায়েন্টের জন্য পাঠানো হয়েছে, কিন্তু ভালো করে দেখে বুঝলাম, সেখানে কেবল আমার নামই আছে।'তিনি আরও বলেন, “সম্ভবত ভুলবশতই এটি আমাকে পাঠানো হয়েছে—আশা করি তাই। কিন্তু ব্যাপারটা বেশ চিন্তার কারণ যে
নিউ ইয়র্কে প্রতারক মামলাবাজের খপ্পরে 'বাংলাদেশ ডে প্যারেড' https://www.dailybhorerdak.com/news/241420 https://www.dailybhorerdak.com/news/241420 Tue, 15 Apr 2025 13:10:29 UTC Tue, 15 Apr 2025 13:10:29 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/15/BD_1744701097.jpg যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের নামে অনুষ্ঠিত হলো এক ভাওতাবাজির অনুষ্ঠান। চতুর্থবারের মতো অনুষ্ঠিত এ প্যারেডে বেশ কয়েকজন জনপ্রতিনিধিসহ হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এবারের প্যারেডে অংশ নেন। বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটসের সহযোগিতায় গত রোববার (১৩ এপ্রিল) জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হয়। এবারের প্যারেডে ইসরায়েলের কট্টরপন্থী সমর্থক সিটি মেয়র এরিক অ্যাডামসকে প্রধান অতিথি ও কমিউনিটির সুপরিচিত প্রতারক মামলাবাজকে গ্রান্ড মার্শাল করায় নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে আলোচনার ঝড়।পুরো প্যারেডের আয়োজক ছিল বাংলাদেশি সংগঠন বাংলাদেশ সোসাইটি অথচ প্যারেড অনুষ্ঠানে ছিল না কোন জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কোন সম্মান প্রদর্শন। কিছু সংখ্যক মানুষের হাতে
ভারতীয় ধনকুবের রত্ন ব্যবসায়ী মেহুল চোকসি বেলজিয়ামে গ্রেপ্তার https://www.dailybhorerdak.com/news/241415 https://www.dailybhorerdak.com/news/241415 Tue, 15 Apr 2025 11:59:47 UTC Tue, 15 Apr 2025 11:59:47 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/15/BD_1744696870.jpg ভারতের অনুরোধে বেলজিয়ামে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসি। ২০১৮ সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া চোকসিকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার বিবিসিকে জানিয়েছেন তাঁর আইনজীবী বিজয় আগরওয়াল।এই হীরার ব্যবসায়ীর বিরুদ্ধে ভারতের অন্যতম বৃহৎ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)-এর কাছ থেকে প্রায় ১.৮ বিলিয়ন ডলার (প্রায় ১৩ হাজার কোটি টাকা) জালিয়াতির অভিযোগ রয়েছে।মেহুল চোকসি এই মামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তাঁর আইনজীবী জানিয়েছেন, তাঁরা গ্রেপ্তারের বিরুদ্ধে আপিল করবেন এবং ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধেও আইনি লড়াই চালাবেন।বিজয় আগরওয়াল বলেন, 'আমরা স্পষ্টভাবে এই মর্মে যুক্তি উপস্থাপন করব যে, তিনি পালানোর ঝুঁকিতে নেই এবং তিনি গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন।'তিনি
নাগরিকত্ব সাক্ষাৎকারের সময় কলম্বিয়ার ফিলিস্তিনি ছাত্র মোহসেন মাহদাওয়ি গ্রেপ্তার https://www.dailybhorerdak.com/news/241414 https://www.dailybhorerdak.com/news/241414 Tue, 15 Apr 2025 11:57:20 UTC Tue, 15 Apr 2025 11:57:20 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/15/BD_1744696718.jpg কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি শিক্ষার্থী ও গ্রিন কার্ডধারী মোহসেন মাহদাওয়িকে সোমবার ফেডারেল এজেন্টরা গ্রেপ্তার করেছে, যখন তিনি ভারমন্টের একটি অভিবাসন অফিসে নাগরিকত্ব সাক্ষাৎকারে অংশ নিচ্ছিলেন।মার্কিন স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ (ডিএইচএস)-এর এজেন্টরা কোলচেস্টার শহরে তাকে গ্রেপ্তার করে। মাহদাওয়ি গত বসন্তে ফিলিস্তিনপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আরও একাধিক শিক্ষার্থীর মধ্যে সর্বশেষ যাকে টার্গেট করা হলো। এর আগে গ্রেপ্তার হওয়া প্রথম ও সবচেয়ে পরিচিত বিদেশি ছাত্র ছিলেন মাহমুদ খালিল, তিনিও কলম্বিয়ার ছাত্র।মাহদাওয়ির আইনজীবী লুনা দ্রুবি বলেন, 'ফিলিস্তিনিদের পক্ষে তার স্পষ্ট অবস্থান ও তার জাতিগত পরিচয়ের কারণে তাকে আটক করা হয়েছে। এটি গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কণ্ঠস্বরকে স্তব্ধ করার একটি
২০৩০ সালে বাণিজ্যিক ৬জি চালু করবে চীন https://www.dailybhorerdak.com/news/241349 https://www.dailybhorerdak.com/news/241349 Sat, 12 Apr 2025 15:36:24 UTC Sat, 12 Apr 2025 15:36:24 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/12/BD_1744450695.jpg প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে ৬জি প্রযুক্তি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। ২০২৫ সালের গ্লোবাল ৬জি কনফারেন্সে বৃহস্পতিবার চায়না ইঞ্জিনিয়ারিং অ্যাকাডেমির এক বিশেষজ্ঞ বলেছেন, চীন ২০৩০ সালের মধ্যে ৬জি বাণিজ্যিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, ভবিষ্যতের স্মার্টফোন এআই-চালিত টার্মিনালে পরিণত হবে, যা ব্যবহারকারীদের কনটেন্ট তৈরি আরও দ্রুত ও সহজ করবে। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।কনফারেন্সে বিশেষজ্ঞ উ হ্য ছুয়ান বলেন, ৫জি থেকে ৬জির যাত্রা শুধু গতি বাড়ানোর বিষয় নয়, বরং এটি একটি প্রযুক্তিগত রূপান্তর। ১জি থেকে ৪জি পর্যন্ত যেখানে মূলত ভয়েস ও ডেটা সার্ভিসে সীমাবদ্ধ ছিল, সেখানে ৫জি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হচ্ছে। তবে শিল্পখাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এটিই ৬জি
ট্রাম্প ও ইলন মাস্ককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার https://www.dailybhorerdak.com/news/241335 https://www.dailybhorerdak.com/news/241335 Sat, 12 Apr 2025 11:48:15 UTC Sat, 12 Apr 2025 11:48:15 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/12/BD_1744436950.jpg অনলাইনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের আক্রমণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পেনসিলভানিয়ার বাটলারের বাসিন্দা শন মনপার (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ফেডারেল ক্রিমিনাল কোর্টে অভিযোগ দায়ের করা হয়।অ্যাটর্নি জেনারেল পামেলা বোনডি বলেন, তার হুমকি বাস্তবায়নের আগেই তাকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পেরেছে,বলে আমি এফবিআই এবং বাটলার টাউনশিপ পুলিশ বিভাগের অসাধারণ ও সাহসী তদন্ত কাজের প্রশংসা করছি। তারা সৌভাগ্যক্রমে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রেসিডেন্ট ট্রাম্প এবং নিরীহ আমেরিকান নাগরিকদের প্রাণনাশের হুমকি যেখানে-সেখানে যেভাবেই হোক না কেন, বিচার বিভাগের পক্ষ থেকে আমরা অপরাধীকে খুঁজে বের করব, গ্রেফতার করব এবং আইনের সর্বোচ্চ মাত্রায় শাস্তির
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদিআরব https://www.dailybhorerdak.com/news/241334 https://www.dailybhorerdak.com/news/241334 Sat, 12 Apr 2025 11:46:34 UTC Sat, 12 Apr 2025 11:46:34 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/12/BD_1744436842.jpg ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ।শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়াতে ‘গাজা যুদ্ধ বন্ধে’ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্তকরেন সৌদির এই মন্ত্রী।তিনি বলেন, ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে, যা অমানবিক ।প্রায় দেড় মাস আগে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। ওই সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ওইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় শেষ হয়ে যায় এবং যুদ্ধবিরতি চুক্তিটিও নড়বড়ে হয়ে পড়ে।সৌদির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবেনা। গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য
বহিস্কৃত অবৈধ কৃষিকর্মী অভিবাসীদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন ট্রাম্প https://www.dailybhorerdak.com/news/241333 https://www.dailybhorerdak.com/news/241333 Sat, 12 Apr 2025 11:44:32 UTC Sat, 12 Apr 2025 11:44:32 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/12/BD_1744436762.jpg প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন, কৃষি ও আতিথেয়তা (হসপিটালিটি) খাতসহ বিভিন্ন খাতে নিয়োজিত অপ্রত্যয়িত অভিবাসীরা যদি তাদের নিয়োগকারীদের সুপারিশ পায়, তবে তারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করে আবার আইনি পথে ফিরে আসতে পারবে।ট্রাম্প অবৈধ অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণ-নির্বাসন অভিযান চালানোর অঙ্গীকার করেছেন। তবে এই নীতি অর্থনীতির উপর প্রভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।আমেরিকান বিজনেস ইমিগ্রেশন কোয়ালিশন (এবিআইসি)-এর মতে, ট্রাম্পের মূল নীতি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনে ৩০ বিলিয়ন থেকে ৬০ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্রের কৃষিতে প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন অপ্রত্যয়িত অভিবাসী কাজ করেন — নতুন প্রস্তাব কার্যকর হলে তাদের অনেকেই আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসতে
সৌদিতে ফুড ডেলিভারি করতে গিয়ে প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু https://www.dailybhorerdak.com/news/241306 https://www.dailybhorerdak.com/news/241306 Thu, 10 Apr 2025 19:22:17 UTC Thu, 10 Apr 2025 19:22:17 UTC https://www.dailybhorerdak.com:443/2025/04/10/BD_1744293486.jpg সৌদিতে ফুড ডেলিভারি করতে গিয়ে ইসহাক সায়েদ (২১) নামে এক রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইসহাক সায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।তথ্য সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত ৩টার দিকে সৌদিআরবের দাম্মাম শহরে মোটরসাইকেল চালিয়ে একটি খাবার ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হন ইসহাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি সৌদি আরবের ‘হাংগেরি’ নামক একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছরের আগস্ট মাসে সৌদি আরবে পাড়ি জমান ইসহাক। কিন্তু পরিবারের দুঃখ আর গোছানো হলো না তার। এর আগেই পরপারে পাড়ি