প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৭:৩০ পিএম (ভিজিটর : ২৭৭)
ভোরের ডাক ডেস্ক : আগামীকাল ১ জানুয়ারী ২০১৮ সকাল ৬টায় নয়া পল্টনস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলা ৩টায় শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে।
এসময় মাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ জানুয়ারি বেলা ২টায় রাজধানীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে ছাত্রসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
দেশেব্যাপি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, থানা ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যোগে র্যালি আয়োজন করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।