প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৪:৪০ পিএম (ভিজিটর : ২২৯)
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : বেশ কিছুদিন যাবত ঢাকা-মাওয়া মহাসড়ককে অজ্ঞান পাটির তৎপরতা বন্ধ ছিলো কিন্তু হটাৎ করে আবারে এ রুটে অজ্ঞান পার্টির তৎপরতা শুরু হয়।
জানা যায়, রবিবার সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে একটি বাসে উঠেন ব্যাবসায়ী আব্দুস সালাম হাওলাদার (৫০) বাসটি শিমুলিয়া ঘাটে আসার পূর্বেই অজ্ঞান পার্টির সদস্যরা ঐ যাত্রীরা টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে পথে নেমে যায়।
পরে বাসটি ঘাটে আসলে বাসের স্টাফরা তাকে অচেতন অবস্তায় শিমুলিয়া ঘাটের একটি দোকানের নিকট ফেলে চলে যায়।
এ ব্যাপারে মাওয়া নৌ-পুলিশ ফাড়ীর টু আইসি জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা তাকে উদ্বার করে তার মেয়ে মুনিয়া আক্তার ও তার পরিবারের নিকট তাকে বুঝিয়ে দেই।
সে বরিশালের উজিরপুর উপজেলার ডামুরা গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের পুত্র।সে ঢাকার রামপুরায় মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলো।এভাবে অজ্ঞান পার্টির তৎপরতা বৃদ্বি পাওয়ায় এ রুটে চলাচলরত যাত্রীদের মাঝে আংতক ও শংকা ছড়িয়ে পরেছে।
পুলিশ প্রসাশনের পক্ষ থেকে এদেরকে ধরার কোন উদ্দ্যেগ গ্রহণ করা না হলে এ রুটে চলাচলকারী যাত্রীরা রয়েছে অংতকের মাঝে।