প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৯:২১ এএম আপডেট: ৩১.১২.২০১৭ ১২:০৩ পিএম (ভিজিটর : ১৭২)
স্টাফ রিপোর্টার : রাজধানীর ওয়ারীতে পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
এ সময় স্বপন ও শাহ আলম নামের দুইজন গুলিবিদ্ধ এবং আমির হোসেন নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ওয়ারীর টিকাতুলি রোডের রোজ গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি জব্দ করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া বলেন, ডাকাত দলকে ঘেরাও করে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পরে পুলিশও পাল্টা গুলি চালালে স্বপন ও শাহ আলম নামের দুইজন পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।