প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৬:৩৫ পিএম (ভিজিটর : ১০২)

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ‘মহলাল ধনীউড়ি ইউনাইটেড ফাউন্ডেশন (ইউ.কে)’ এর বাংলাদেশী কার্যালয় উদ্ধোধন করা হয়েছে। ২৯ ডিসেম্বর বাদ জুম্মা দোয়া ও শিরনি বিতরনের মধ্যে দিয়ে তার শুভ উদ্ধোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট ব্যক্তি সৈয়দ আনকার আলী,আলহাজ্ব নছির আহমদ, সৈয়দ ইসকন্দর আলী,কাহের মিয়া, ইউসুফ মিয়া, লাল মিয়া, মুত্তাকিন মিয়া, সজ্জাদ মিয়া, ছয়ফুল মিয়া, ফাউন্ডেশনের ইউ কে সদস্য প্রবাসী সুয়েব আহমদ, স্থানীয় সদস্য মাওলানা সুলেমান হোসেন, অপু আহমদ, জাহাঙ্গীর আলম, এডমিন রেহাদুল করিম, জাহাঙ্গীর আহমদ, সৈয়দ মাসুম আলী, হিমু আহমদ, ইমরান আহমদ, সাগর আহমদ, মিছবা আহমদ, রাহি আহমদ, জুয়েল আহমদ প্রমুখ। এছাড়াও শুক্রবার রাতে ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।
আহমদউর রহমান ইমরান, রাজনগর, মৌলভীবাজার।