ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




জেরুজালেম ইস্যুতে বিক্ষোভ, আহত ৫০
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ৪:২৬ পিএম  (ভিজিটর : ১৫৯)
ভোরের ডাক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জেরুজালেম ঘোষণার বিরুদ্ধে শুক্রবার ফিলিস্তিনের গাজা ও দখলীকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ করেছেন কয়েক হাজার ফিলিস্তিনি। এ নিয়ে চতুর্থ শুক্রবার তারা এ বিক্ষোভ পালন করলেন। গত ৬ই ডিসেম্বর বিশ্ব জনমতকে উপেক্ষা করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

এর প্রতিবাদে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। প্রতিবাদে যোগ দেয় সচেতন বিশ্ববাসী। জাতিসংঘ, আরব লীগ, ওআইসিসহ বিভিন্ন সংগঠন ও দেশ ট্রাম্পের ওই ঘোষণাকে প্রত্যাখ্যান করে।

শুক্রবার ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে বিক্ষোভ করেন প্রায় চার হাজার ফিলিস্তিনি।

এ সময় তাদেরকে বাধা দিলে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘাত বেধে যায়। ইসরাইলি সেনারা তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। জবাব দিতে তাদের দিকে ইটপাটকেল, ককটেল ছোড়ে ফিলিস্তিনিরা। টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন। এর বেশির ভাগই গাজা সীমান্ত এলাকায়। গাজায় বিক্ষোভকারীরা আমেরিকা নিপাত যাক, ইসরইল নিপাত যাক- স্লোগান দিতে থাকে। ইসরাইলি সেনারা বলেছে, তারা মূলত টার্গেট করেছে হামাসের কতিপয় পোস্ট। তারা ইসরাইলি সেনাদের দিকে তিনটি রকেট হামলা চালায়। তার মধ্যে দুটিকে ইসরাইলি সেনারা আকাশেই ধ্বংস করে দেয়। পুলিশ বলেছে, তৃতীয় রকেটটি একটি ভবনে আঘাত করে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয় ওই ভবনের। 







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]