ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নতুন পাঠ্যপুস্তক ছিড়ে ফেলেছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭, ৭:২১ পিএম  (ভিজিটর : ৫৩০)
কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য সংগ্রহে রাখা নতুন পাঠ্য পুস্তকগুলো দুষ্কৃতকারীরা ছিড়ে বিদ্যালয়ের বাহিরে ফেলে দেয়।

বৃহস্পতিবার সকালে বই ছেড়ার চিত্র দেখা গেছে। 

স্থানীয় ভাবে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ধলই চা বাগানের “ধলই প্রাথমিক বিদ্যালয়ে” উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আগামী ১লা জানুয়ারী শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য পুস্তক বিতরণ করার জন্য নিয়ে রাখা বই সমূহ অফিস কক্ষ ভেঙ্গে রাতে আঁধারে  দুষ্কৃতকারীরা বই বের করে ছিড়ে ফেলে দেয়।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সত্য নারায়ন রাজভর জানান, স্কুলে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর মোট ২১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণের জন্য এনে রাখা ২১৫ সেট বই ছিড়ে বাহিরে ঝোঁপ-ঝাড়ের মধ্যে ফেলে রাখে।

তিনি অভিযোগ করে বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে আয়োজিত খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্টানের মঞ্চে অত্র বাগানের দু’জনের সাথে বাকবিতন্ডা হয়। এসময় স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় ঘটনার মিমাংসা হয়েছে। ঘটনার কয়েক দিন পর কে বা কারা স্কুলের ছোট-ছোট শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য সংগ্রহে রাখা বই সমূহ ছিড়ে ঝোপ-ঝাড়ে ফেলে দিয়েছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, স্কুল ঘরের পাশে পরিত্যক্ত ঘরে নিয়মিত মাদকের আসর বসে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিস ও কমলগঞ্জ থানাকে অবহিত করেছে।

কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন ধলই প্রাথমিক স্কুলের কয়েকটি বই ছিড়ে ফেলার ঘটনা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, চা শ্রমিকের শিশু সন্তানদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করতেই কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রসাশনের কাছে জোর দাবী জানান।

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই মাহবুব আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোক্তাদির হোসেন পিপিএম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]