ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগ প্রসঙ্গে
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ৬:২৮ পিএম (ভিজিটর : ১২৫)
গত ১৫ নভেম্বর ২০১৭ দৈনিক ভোরের ডাক পত্রিকায়, ৫পৃষ্ঠায় ধর্মপাশায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন। প্রতিবাদলিপিতে তিনি বলেন, সেলবরষ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২ হাজার ৮০ জন কৃষককে ৩০ কেজির স্থলে তাদেরকে ২৩ থেকে ২৪ কেজি করে চাল দেয়া হচ্ছে। এবং ওই ইউনিয়নে মোট ২ হাজার ৮০ জন ভিজিএফ কার্ডধারী ক্ষতিগ্রস্ত কৃষকের প্রত্যেককে গড়ে ৫ কেজি করে চাল ওজনে কম দিলেও গড় হিসাব অনুযায়ী প্রতি মাসে প্রায় ১০ হাজার ৪০০ কেজি চাল আত্মসাত করেছি বলে প্রকাশিত সংবাদটিতে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সবই মিথ্যা,উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। প্রতিবাদ লিপিতে তিনি আরও বলেন,আমার প্রতিপক্ষ আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ মিথ্যে সংবাদ পরিবেশন করিয়েছে। তিনি কোনো অবৈধ কাজ করেন না ও অবৈধ কাজকে প্রশ্রয় দেন না বলে দাবি করেন। প্রকাশিত সংবাদে আমার সামাজিক, প্রশাসনিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণন হয়েছে বলে আমি মনে করি। প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনে যেসব অভিযোগ উল্লেখ করা হয়েছে, সেসব সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণাদি প্রতিবেদকের কাছে রয়েছে।
ইমাম হোসেন, ধর্মপাশা, সুনামগঞ্জ।