প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭, ৬:৩০ পিএম (ভিজিটর : ৯৭)

গত শুক্রবার দৈনিক ভোরের ডাক পত্রিকায় সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমার নির্দেশে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির অভিযানে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনকালে ২টি নৌকাসহ ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কুশিয়ারা নদীর তীরবর্তী ভুক্তভোগী মানুষের মনে আইনের প্রতিশ্রদ্ধা ও আস্থা ফিরে এসেছে বলে মনে করছেন সচেতন মহল। দীর্ঘদিন ধরে সরকারে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী শেরপুরে কুশিয়ারা নদী উপর ৪-৫টা ড্রেজার মেশিন এর সাহায্যে কুশিয়ারা থেকে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এর ফলে নদীর ভাঙ্গনসহ ফসলী জমিসহ তীরবর্তী মানুষের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছিল।
রোববার সকালে ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউল গণী উসমানী, নবীগঞ্জ থানার একদল পুলিশ সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে কুশিয়ারা নদীতে বালু উত্তোলনকালে ২টি নৌকাসহ ৭ জনকে আটক করা হয়। অপর কিছু লোক ড্রেজার মিশেন নিয়ে পালিয়ে যায়। আটককৃতরা হলেন জুয়েল মিয়া, রিপন মিয়া,রতন মিয়া,শামায়াত হোসেন, সবুজ মিয়া,জাহাঙ্গীর মিয়া,রানা হাওলাদার। জেলা প্রশাসক মনীষ চাকমা জানান, অভিযান চালিয়ে ২টি নৌকাসহ ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ছনি চৌধুরী (সাংবাদিক), হবিগঞ্জ।