প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ৫:৫০ পিএম (ভিজিটর : ৩৫৪)
ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচি আনুষ্টানিক ভাবে উদ্বোধন করে।
শনিবার বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলা বিএনপি একাংশের উদ্যোগে দশধরী গ্রামের বাগানবাড়ির মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে বিএনপির সাবেক কেন্দ্রিয় নেতা ডা. রফিকুল ইসলাম সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন।
ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলম চৌধুরী চন্দন পীরের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান মজুমদার, নূরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভূট্রো, মাহবুব মূর্শেদ খোকন, আব্দুল মবিন মীর্জা, নূরুজ্জামান, শাহ্ আলম মীর্জা, যুবদল নেতা আলমগীর কবীর তালুকদার, আব্দুল হেকিম, উপজেলা ছাত্রদল নেতা ওবায়দুর রহমান মজুমদার, আব্দুল্লাহ আল রামি, মজনু মিয়া, আব্দুল কাদির, নূরুল আমিন, ফারুক আহম্মেদ, স্বেচ্ছা সেবকদল নেতা শীপন খান, শ্রমিকদল নেতা আবু তাহের, আবুল কাসেম, কৃষকদল নেতা কামরুল হাসান লিটু, হাবিবুর রহমান জোহা, আওলাদ হোসেন প্রমূখ।
সভায় উপস্থিত হাজারো নেতা-কর্মীর উদ্দেশ্যে ডা. রফিক চৌধুরী বলেন, বিএনপি হলো জনগনের দল। সরকারের কোনো ষড়যন্ত্রই শহীদ জিয়ার আদর্শে গড়া এ দলকে ধ্বংস করতে পারবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাবি করে তিনি আরো বলেন, ১-১১ থেকে শুরু করে সারা দেশের বিএনপির নেতা-কর্মীদেরকে আওয়ামী লীগ সরকার কোণঠাসা করে রাখলেও আমি ডা. রফিক চৌধুরী তখন থেকেই এ সরকারের হামলা-মামলাকে উপেক্ষা করে এ আসনের তৃনমূলকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি এবং এ আসনের লোকজন আমাকে তথা বিএনপিকে ভালবাসে বলেই ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আমি প্রায় ১ লাখ ভোট পেয়েছিলাম। তাই আগামী নির্বাচনেও দল যদি আমাকে এ আসনে মনোনয়ন দেয় তবে আমি নিশ্চিত এ আসনটি দলের চেয়ারপার্সনকে উপহার দিতে পারবো বলে আশাবাদি।