প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ১:০৭ পিএম (ভিজিটর : ১৯০)
স্টাফ রিপোর্টার : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুলশান থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার শাহজাহান সাজু।
আমিনুর রহমান গত ২৭ আগস্ট রাতে ঢাকায় নয়া পল্টনের বাসা থেকে সাভারে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। তার অন্তর্ধানে সরকারের হাত রয়েছে বল সন্দেহ করে আসছিলের দলটির নেতারা।
নিখোঁজ কয়েকজনের ফিরে আসার মধ্যে মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার শাহজাদপুরে প্রগতি সরণিতে তার অবস্থান শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম জানান, তাকে (আমিনুর) উদ্ধার করার পর গুলশান থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে তার নিখোঁজ হওয়ার কারণ এখনও জানা যায়নি। ইতোপূর্বে ফিরে আসা নিখোঁজ ব্যক্তিরা জানিয়েছেন, তাদের টাকার জন্য অপহরণ করা হয়েছিল।