ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের ৪০ বছর পূর্তি
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৪ এএম  (ভিজিটর : ৫৭১)
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে এরইমধ্যে ৪০ বছর পূর্তি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন। এ উপলক্ষ্যে 'গেট টুগেদার'র আয়োজন করেছেন তিনি। এ দীর্ঘ সময়ে যাদের সঙ্গে কাজ করেছেন সেই প্রিয় মুখগুলোই মূলত এ অনুষ্ঠানে আসবেন।

এ বিষয়ে গণমাধ্যমকে ইলিয়াস কাঞ্চন বলেন, যে দু’জন মানুষ আমাকে সন্তানের মতো স্নেহ করতেন সুভাষ দত্ত এবং দারাশিকো। তারা আজ এই পৃথিবীতে নেই। নেই আমার প্রিয় পরিচালক শিবলী সাদিক, মান্নান সরকার, আলমগীর কবির, মমতাজ আলী, তোজাম্মেল হক বকুলসহ আরো বেশ ক’জন। নেই আমার শ্রদ্ধেয় বড় ভাই নায়করাজ রাজ্জাক। এমন আরো অনেকে। নীরবে ভেবে ভেবে কষ্ট পেলাম। তারপরও যারা আছেন তাদের নিয়ে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি।

১৯৭৭ সালের ২৬ মার্চ  ইলিয়াস কাঞ্চন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। ওই বছরের ৩১ ডিসেম্বর ‘বসুন্ধরা’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা। ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। 'বাবা আমার বাবা' এবং 'মায়ের স্বপ্ন' নামে দুটি ছবি পরিচালনা করেন ইলিয়াস কাঞ্চন। এছাড়া প্রযোজনা করেছেন বেশ কয়েকটি ছবি।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]