প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ৭:১১ পিএম (ভিজিটর : ১৯৬)
খেলাধুলা ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের প্রথম স্তরে বরিশাল বিভাগের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি হাঁকালেন রংপুর বিভাগের নাসির হোসেন।
ডাবল-সেঞ্চুরি তুলে ২৭০ রানে অপরাজিত আছেন নাসির। তার এমন ব্যাটিং নৈপুণ্যে তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫৭০ রান করেছে রংপুর। ৫ উইকেট হাতে নিয়ে ২৩৫ রানের লিড রংপুরের।
রাজশাহীতে দ্বিতীয় দিনই সেঞ্চুরি তুলে ১৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন নাসির। এসময় তার ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কার মার ছিলো। ৪ উইকেটে ২৬৪ রান করে দ্বিতীয় দিন শেষে রংপুর। তৃতীয় নিজের ইনিংসটা আরও বড় করেছেন নাসির। ডাবল-সেঞ্চুরি তুলে ৪৬৭ বলে ২৭০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ২৯টি চার ও ৩টি ছক্কা ছিলো। এখন নাসিরের সামনে ট্রিপল সেঞ্চুরির স্বপ্ন।
নাসিরের সাথে ৩৪ রান নিয়ে দিন শুরু করা আরিফুল হক সেঞ্চুরির স্বাদ নিয়েছেন। ১০টি চার ও ২টি ছক্কায় ২৯০ বলে ১৬২ রান করেন আরিফুল।