ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
ই-পেপার সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কমলগঞ্জে নিখোঁজের একদিন পর মরদেহ রেললাইন থেকে উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৩:৫৭ পিএম  (ভিজিটর : ৫০)
মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের একদিন পর এক ব্যক্তির মরেদেহ রেললাইন থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আগেরদিন বিকাল থেকে নিখোঁজ থাকলেও রবিবার সকালে উপজেলার রেলগেইট এর পাশে খণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তবে পরিবারের দাবী শশুর বাড়ীর লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করে রেল লাইনের ওপর লাশ রাখা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রেলগেইট এর পাশে কয়েক খণ্ডিত একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাটি জানাজানি হলে রহিমপুর ইউনিয়নের বরচেগ গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে ইকবাল মিয়া (৩০) লাশটি শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 

নিহতের পরিবার সুত্রে শুক্রবার সকালে সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের শ্বশুর বাড়ীতে বেড়াতে যায়। শ্বশুর বাড়ীর লোকজন বলছে সেখান থেকে পরদিন বিকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ইকবালের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহতের পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করছেন। রেললাইন থেকে উদ্ধারকৃত মরদেহের চেহারা এবং জিডি করা নিখোঁজ ইকবালের ছবির সঙ্গে মিল পাওয়া গেছে।

নিহত ইকবালের ছোট ভাই সালমান আহমেদ বলেন, ভাইয়ের বিয়ের পর থেকে পরিবারে অশান্তি ছিলো। তাই ধারনা তার স্ত্রীই আমার ভাইকে হত্যা করিয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, নিহত ইকবালের বাবা থানায় এসে আগের দিন নিখোজের একটি জিডি করেন।  

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, রেললাইন থেকে লাশ উদ্বার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]