ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




১০ লক্ষ ৫০হাজার হাজার টাকা জরিমানা আদায়
রামগতির অবৈধ ৪ইটভাটা গুটিয়ে দিয়েছে প্রশাসন
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১:০২ পিএম  (ভিজিটর : ১১০)

লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত। শনিবার ও রোববার দুদিন ব্যাপি এসব অভিযানে উপজেলার চর রমিজ ইউনিয়নের চরআফজল এলাকায় ৪টি ইটভাটা সম্পূর্ন গুটিয়ে দেওয়া হয়েছে। ভাটাগুলো হচ্ছে- আবু তাহের এর মালিকানাধীন মেসার্স ফোর স্টার ব্রিকস, গিয়াস উদ্দিনের মালিকানাধীন মেসার্স বিসমিল্লাহ ব্রিকস্, মো: দিদার উদ্দিনের মালিকানাধীন মেসার্স শাহজালাল ব্রিকস্ এবং মো. আকবর হোসেন এর মালিকানাধীন মেসার্স শাহপরান ব্রিকস। 

এ সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে মোট ১০লক্ষ ৫০হজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ইটভাটাগুলোর চিমনি, ভাটা এবং বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেড সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা সহকারি কমিনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেড ঝন্টু বিকাশ চাকমা। অভিযানকালে উপজেলা ফায়ার সার্ভিস, রামগতির থানার পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর রামগতি ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। 

অপর একটি অভিযানে মহাসড়কের পাশে অবৈধ ও ঝুঁকিপূর্নভাবে বালু বিক্রয় ও পরিবহনের অপরাধে বালু ব্যবসায়ী ও মোটরযান চালকসহ ৭জনকে ৭৭হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সরকারি নির্দেশনা মেনে ব্যবসায় পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। 

উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, অবৈধ কোন ইটভাটা চলতে দেওয়া হবে না। জনস্বার্থ বিবেচনায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]