প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২:৪৯ পিএম (ভিজিটর : ৫১)
বিএসএফের গুলিতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মো. ওবায়দুল (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
রবিবার (২৭ এপ্রিল) ভোররাতের দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার গোপালপুর হানিফ আলীর ছেলে।
স্থানীয় একটি সূত্র দাবি করেছে, সীমান্তের ওপার থেকে মাদক নিয়ে ফিরছিলেন ওবায়দুল। পরে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে যায়।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ভোরের ডাককে বলেন, ‘এ ঘটনা শোনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।’