প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২:৪২ পিএম (ভিজিটর : ১০৬)
ফেনীতে ৮ কেজি গাঁজাসহ মেরাজ (২৫) জিনুফা আক্তার (২৮) নামে ২ মাদক বিক্রোতাকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি টিম গোপন সংবাদে খবর পেয়ে শনিবার দুপুরে শহরতলীর হাজাটি রোড়ের মাথায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার উত্তর কুতুবদিয়া গ্রামের সৈয়দ আলমের মেয়ে জিনুফা আক্তারকে একটি যাত্রীবাহী বাস থেকে ২ কেজি গাঁজাসহ আটক করে। একইদিন বিকেলে একই সড়কের পাশে রংপুর সিটি করপোরেশনের ১৭ নং ওয়াড়ের জাহিদুল ইসলামের ছেলে মেরাজ (২৫) কে ৬ কেজি গাঁজাসহ আটক করে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফেনী মড়েল থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনা মোতাবেক জেলা ব্যাপি আইন শৃঙ্খলার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কাজ করছে জেলা গোয়েন্দা পুলিশ।