লাখাইয়ে অবৈধ বালু, মাটি উত্তোলন থামছেই না, নেই কোন কার্যকরী পদক্ষেপ
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ এএম (ভিজিটর : ৭৩)

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় অবৈধ বালু, মাটি উত্তোলন থামছেই না, নেই কোন কার্যকরী পদক্ষেপ। সারা উপজেলা জোরে চলছে অবৈধ বালু, মাটি, খাল,বিল নদীনালা ভরাট ও দখল বানিজ্য। সরকারী খাল, নদী নালা ভরাটের কারনে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে হুমকির মুখে রয়েছে ফসিল জমি। সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলা জোরে বিভিন্ন ইউনিয়নের সরকারী খাল ভরাট করে তাদের নিজের জমির সাথে মিশিয়ে বসতবাড়ি তৈরীর প্রতিযোগিতা চলছে। এতে করে দেখা দিয়েছে সরকারী সম্পত্তি জনসাধারণের দখলে। এসব বিষয়ে বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও স্থানীয় প্রশাসনের নিরব ভূমিকার কারনে আরো বেপরোয়া হয়ে উঠছে অবৈধ দখলদার ও বালু, মাটি উত্তোলনকারীরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামের দক্ষিণ পশ্চিমের হাওরে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রামের মিজান মিয়া নামে ড্রেজার মেশিনের মালিক জিরুন্ডা গ্রামের প্রবাসী লোকমান মিয়া সহ অসংখ্য ব্যাক্তিদের কাছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নির্বিঘ্নে বালু উত্তোলন করে লাখ লাখ টাকার বানিজ্য করে যাচ্ছেন। এতে করে ওই সব এলাকার ফসলি জমি হুমকির মুখে রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে এসব বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান,বিষয়টি গুরুত্ব সহকারে খোঁজ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।