ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




গোপালদী সোনালী ব্যাংকে খেলাপি ঋণ আদায় ও মত বিনিময় সভা
ভোরের ডাক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৪:৫৬ পিএম  (ভিজিটর : ১৬৯)
আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে সোনালী ব্যাংক পিএলসি শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে গোপালদী বাজার শাখায় খেলাপি ঋণ আদায়ে বিশেষ ক্যাম্প এবং গ্রাহক ও নতুন উদ্যোক্তাদের সাথে ব্যবসায়িক মতবিনিময় আয়োজন করা হয়।অনুষ্ঠানে গ্রহীতারা খেলাপি ঋণ পরিশোধ করেন।  

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃতানজিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম মাইনুদ্দিন বিন জহির। 

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন গোপালদী বাজার শাখার ম্যানেজার মোঃ মোজাম্মেল হোসেন। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোক্তা, ব্যবসায়ী, খেলাপি ঋণ পরিশোধকারী ও বিভিন্ন গ্রাহক উপস্থিত ছিলেন। ব্যবসায়ী ও গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ নাজিম উদ্দিন, সাইফুল ইসলাম, মোঃ সুমন, মোজাম্মেল হক, মোঃ জামান প্রমুখ ।

গোপালদী বাজার সোনালী ব্যাংক পিএলসি শাখার ম্যানেজার মোঃ মোজাম্মেল হোসেন জানান ব্যাংকিং সেবাকে সহজ, খেলাপি ঋণ আদায় ও নতুন উদ্যোক্তা তৈরি করতে তাদের এই আয়োজন। তিনি বলেন তার শাখা থেকে কেউ ঋণ নিতে চাইলে যাতে তার সাথে সরাসরি  যোগাযোগ করেন। এতে কোন মাধ্যমের প্রয়োজন নেই। 

তিনি আরো বলেন, দ্রুততম সময়ে ভালো মানের সেবা দিতে সকল অফিসার স্টাফদের নিয়ে তিনি নব উদ্যমে কাজ করে যাচ্ছেন। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]