প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১:২৯ পিএম (ভিজিটর : ৬২)
সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার দক্ষিণ পান্তুমাই গ্রামের শাজাহান মিয়ার ছেলে জীবন মিয়া (৪৫)। নিহত জীবন মিয়া শুক্রবার সন্ধার পর বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে মৃত্যু হয়। নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবত মধ্যপ্রাচ্যের দুবাইয়ে কাজের উদ্দেশ্যে পাড়ি জমান। হঠাৎ তার একমাত্র মেয়ের বিয়ে ঠিক হওয়ায় ৪ মাসের ছুটিতে দেশে আসে।
বিষয়টি দৈনিক ভোরের ডাককে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার এসআই ও পশ্চিম জাফলং ইউনিয়ন এর বিট অফিসার তরিকুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন জানান, দুই মাস আগে জীবন মিয়া তার একমাত্র মেয়েকে বিয়ে দিতেই চার মাসের ছুটিতে দুবাই থেকে দেশে আসেন। গত রোববার তার মেয়েকে বিয়ে দিয়েছেন। জীবন মিয়া আজকে শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার আত্নীয়স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
পারিবারিক সূত্রের বরাতে তিনি আরোও জানান,দীর্ঘ দিন থেকে তিনি প্রবাসে ছিলেন। তার কোন ছেলে সন্তান নেই একটি মাত্র মেয়ে। মূলত মেয়েকে বিয়ে দিতেই চার মাসের ছুটিতে দেশে আসেন। গত ২০ শে এপ্রিল তার মেয়ের বিবাহ সম্পূর্ণ হয়েছে বলে জানান তিনি।