ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




৮ মাসে দুই ডজন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ; আলোচনায় শুধু এনসিপি
সুজন দে
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬:৩৩ পিএম  (ভিজিটর : ৫১)
গেলো বছর ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর  নতুন করে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়ে গেছে। এ সময়ে মধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সহ গেলো আট মাসে দেশে অন্তত দ্ইু ডজন রাজনৈতিক দল  আত্মপ্রকাশ করেছে। সর্বশেষ শুক্রবার (২৫ এপ্রিল) একটি অভিজাত হোটেলে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে  আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। এই দলে যুক্ত রয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত  মাহমুদ ও জাতীয় পার্টির নেতা সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন।  এছাড়া কয়েকদিন আগে ১৭ এপ্রিল ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিমের নেতৃত্বে বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।
তবে একমাত্র জুলাই-আগষ্টের ছাত্র জনতার গণআন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের নেতৃত্বে  গড়ে উঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল জাতীয় রাজনীতিতে আলোচনায়ও আসতে পারেনি।  চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল এক জনসভার মধ্য দিয়ে এ নতুন দলের আত্মপ্রকাশ হয়। জুলাই শহীদ মো. ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘোষণা করেন। একই সঙ্গে তিনি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেন। পরে আংশিক কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করেন আখতার হোসেন।
নতুন এ  দলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিলা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসউদ দায়িত্বে রয়েছে।  দেশের সামগ্রিক  প্রেক্ষাপট বিবেচনায় এনসিপি  বর্তমানে দেশের রাজনীতিতে  ব্যাপত প্রভাব বিস্তার করছে। জাতীয়  রাজনীতির পাশাপাশি এনসিপি আলোচিত আর্ন্তজাতিক অঙ্গনেও । 
৫ আগষ্টের পর থেকে আত্মপ্রকাশ  করা  উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো হলো, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় বিপ্লবী পরিষদ, দেশ জনতা পার্টি, আমজনতার দল, নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, সমতা পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি), বাংলাদেশ জন-অধিকার পার্টি, জাতীয় নাগরিক পার্টি, জনতার বাংলাদেশ পার্টি, জনতার দল, গণতান্ত্রিক নাগরিক শক্তি, ভাসানী জনশক্তি পার্টি ও আ-আম জনতা পার্টি (বিএজেপি), সার্বভৌমত্ব আন্দোলন, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ মুক্তির ডাক ৭১, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি)।
বাংলাদেশে বর্তমানে  নির্বাচন কমিশনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল  রয়েছে। অর্ধশত নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও  দেশের সাধারণ মানুষ মাত্র কয়েকটি রাজনৈতিক দল নিয়ে আগ্রহ  দেখায়। সাধারণ মানুষের  চায়ের টেবিল ও ঘরোয়া আলোচনায়  নিদিষ্ট কয়েকটি রাজনৈতিক দল নিয়ে আলোচনা সমালোচনা হয়। অন্য দলগুলো নিয়ে সামান্যতম আগ্রহও সাধারণ মানুষের মধ্যে দেথা যায়না। তবে জাতীয় নির্বাচন আসলে বড় দলের কাছে অদৃশ্য কারণে ছোট দলগুলোর কদর বেড়ে যায়। আর এবারও তার ব্যাতিক্রওম দেখা যাচ্ছে না।  বিশ্লেষকরা বলছেন, দল গঠনের এই প্রবণতা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে। আর নির্বাচনকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। মূলত ভোটের সময় জোট-রাজনীতির সঙ্গে এই প্রবণতার সংযোগ রয়েছে । বিশেষ করে নির্বাচন এগিয়ে এলে এই ধরনের দল গঠনের তোড়জোড় দেখা যায়। তবে এই সকল রাজণৈতিক দল সময়ে সঙ্গে সঙ্গে দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠে। 
এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমে বলেন,এখন একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে সবার মধ্যে যে রাজনীতি করলে খুব দ্রুত লাভবান হওয়া যায়। রাজনীতি করলে খুব দ্রুত টাকাপয়সা কামানো যায়, আর ব্যক্তিগত প্রভাব খাটানো যায়- এটা ভেতরের উদ্দেশ্য আর কি। এর বাইরে এসব দলের রাজনীতিতে কতটুকু আদর্শ থাকে, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে বলেও মনে করেন তিনি। বলেন, মূল যেটা সেটা হচ্ছে এটার পেছনে একটা রাজনৈতিক অর্থনীতির বিষয় জড়িত আছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]