কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব -১৪। এ সময় অভিযানে একটি ট্রাক থেকে ৭২ কেজি গাঁজা জব্দ করা হয় । আটককৃতরা হলো মোঃ হোসেন আলী (৩৭) ও মোঃ আওয়াল আলী। আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অধিনায়ক র্যাব-১৪, ময়মনসিংহের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল আজ শুক্রবার সকাল পৌনে ৬ টার দিকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের খালপাড়া কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করা হয় । এ সময় ট্রাক থেকে ৭২ কেজি গাজাঁসহ মোঃ হোসেন আলী (৩৭) কে আটক করা হয়েছে । উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২১,৬০,০০০/-(একুশ লক্ষ ষাট হাজার) টাকা।
এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা দায়ের র্পূবক আসামী ও আলামত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।