বিযের পিঁড়িতে বসা হলো না মীম-আকিবের, সড়কে ঝরে গেল দুই প্রাণ
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৩:৩২ পিএম (ভিজিটর : ৫২)
শনিবার ছিলো মীম আর আকিবের জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। দীর্ঘদিনের তাদের ভালোবাসার সম্পর্ক দুই পরিবার মেনে নেওয়া পর বসার কতা ছিলো বিয়ের পিঁড়িতে। কিন্তু আর বসা হয়নি। হাটহাজারী মেয়ের সঙ্গে ভালোবাসার এক গভীর সম্পর্ক হয় রাঙ্গুনিয়া উপজেলার আকিবের সাথে। প্রথমে তাদের এই সম্পর্ক মেনে না নিলেও, পরবর্তী দুই পরিবার তাদের এই ভালোবাসা মেনে নিয়ে।
শনিবার তাদের বিয়ের তারিখ নির্ধারণের কথা ছিলো। কিন্তু গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ৫টার দিকে রাউজান উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গহিরা বটতল এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে প্রথমে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া পর, তাদেরকে অবস্থা অবনতি ঘটলে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। রাতেই হাসপাতালে নেওয়ার পর দুইজনই মারা যান। জানা যায়, মোটরসাইকেল করে মীম আর আকিব ঘুরতে বাহির হয়েছিলন। বিকেলের দিকে মীমকে বাড়ি পৌঁছে দিতে গেলে রাউজানের বটতল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজনে মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত জোনায়েদ সিকদার আকিব (২২) রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাজাভবন এলাকার মো. আকবর সিকদারের ছেলে। মোরশেদা জাহান মীম (১৭) হাটহজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহর মেয়ে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলর সংঘর্ষে তারা দুইজনের মৃত্যু হয় বলে আমরা জানতে পারি।