ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সিলেটে আগামীকাল থেকে আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু
সিলেট জেলা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৩:২৭ পিএম  (ভিজিটর : ১১৭)
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে-ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে ১৩তম আন্তর্জাতিক শিক্ষামেলার আয়োজন করতে যাচ্ছে সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) সিলেট জোন। ২৬ এবং ২৭ এপ্রিল শনি ও রোববার সিলেট নগরের আমানউল্লাহ কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৫ অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের জল্লারপাড়ায় একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান আয়োজকেরা।

ব্রিফিংয়ে আয়োজকেরা জানান, মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী এবং দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত থাকবে। মেলা চলাকালে শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্পট অ্যাডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধাসহ ভিসা আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

এবারের এই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার ৩০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাঁরা শিক্ষার্থীদের কোর্স সিলেকশন, ভর্তিপ্রক্রিয়া, ভিসা প্রসেসিং, স্কলারশিপ সম্পর্কে তথ্য প্রদান করবেন। মেলায় দেশের প্রথম সারির ৪০টির বেশি শীর্ষ এডুকেশন কনসালট্যান্সি ফার্মের এক্সপার্ট উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পরামর্শ দেবেন। অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অন দ্য স্পট অ্যাডমিশন এবং ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের সুযোগ।

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের সেক্রেটারি ও কনভেনর আবু তৈয়ব দীপুর সঞ্চালনায় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন ফ্যাকড-ক্যাব সিলেট জোনের প্রেসিডেন্ট ফেরদৌস আলম।

প্রেস ব্রিফিংয়ে মেলার সাব-কমিটির কনভেনরের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকড-ক্যাব সিলেট জোনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. আব্দুল হাফিজ, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপক (লালদীঘিরপাড় শাখা) মো. হাবিবুর রহমান টিপু এবং পলাশ চক্রবর্তী, সৈয়দ কামরুজ্জামান, জহিরুল ইসলাম রুবেল, আবদুল্লাহ আল নোমান, আশরাফ পাটওয়ারী (জনি), মনিরুজ্জামান মনি, মো. জসিম উদ্দিন, রেজাউল হাই সাফওয়ান প্রমুখ।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]