ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ২:৪৭ পিএম  (ভিজিটর : ১৩৪)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে ১০ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫  লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
 শুক্রবার  রাত সাড়ে ৩টার  দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুশলা বাজার কমিটির সভাপতি মো: হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ৩টা দিকে খবর পাই বাজারে আগুন লাগছে। এসে দেখি বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

 ততক্ষণে শরিফুল ফকিরের চায়ের দোকান,শহিদুল ফকিরের চায়ের দোকান, সাইয়াদুল শেখের মুদি দোকান, ওমর মৃধার ফলের দোকান, ইমরুল মোল্লার মুদি দোকান, কামরুল চৌধুরীর ফার্মেসী, আমিন চৌধুরী চায়ের দোকান, কপিল বিশ্বাসের মোবাইলের দোকান, রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস, গোপাল শীলের সেলুনের দোকানসহ ১০ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

 এসব ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা লোন পরিশোধ করবে কিভাবে। আমি সরকার ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের  পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইয়াদুল শেখ বলেন, আমি ব্যাংক ও এনজিও থেকে প্রায় আড়াই লক্ষ টাকার লোন নিয়ে এই মুদি দোকানটি করেছিলাম।  আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন ব্যাংকে ও এনজিওর লোন পরিশোধ করবো কিভাবে। 

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,  খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]