প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ২:৩৮ পিএম (ভিজিটর : ৩৫)
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে খুনের ঘটনা কে কেন্দ্র করে প্রতিপক্ষের বসত ঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায় গত ২ এপ্রিল ঈদুল ফিতরের পরে জিরুন্ডা গ্রামে দু'পক্ষের সংঘর্ষ ঘটনায় উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। আহতের মধ্যে আব্দুর রহমান প্রকাশ হৃদয় নামে ( ২২) ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়। এই ঘটনা কে কেন্দ্র করে গত কয়েকদিন আগেও প্রায় অর্ধশত ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সকাল ৬ টার সময় মুশতাক মিয়ার লোকজন প্রতিপক্ষ নজির মিয়ার পাকা বসত ঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুরের ঘটনায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিষয়ে নজির মিয়ার স্ত্রী জানান, আমরা ঘুম থেকে উঠার আগেই মুশতাক মিয়ার লোকজন আমাদের পাকা বসত ঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন ঘটনার সংবাদ পেয়ে আমার থানার পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার সহ একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাই এবং প্রতিপক্ষের বাড়ী ঘরে তল্লাশি চালিয়ে ভাঙচুর করার কিছু দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার হাতুড়ী উদ্ধার করে ঘটনাস্থল থেকে ৪ মহিলা কে আটক করে থানায় নিয়ে আসি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তীতে যেন আর কোন ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটায় সে মর্মে সকল নারী পুরুষ কে সতর্ক করে দেয়া হয়েছে।