ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মদনে বিদ্যালয়ে ৩ শিক্ষক ১২ শিক্ষার্থী, নেই মনিটরিং
মদন (নেত্রকোনা) প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৭:১৩ পিএম  (ভিজিটর : ৫৩)
নেত্রকোনার মদনে ৩ শিক্ষক ও ১২ শিক্ষার্থী নিয়ে চলছে এক প্রাথমিক বিদ্যালয়। উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতির হার দিন দিন কমে যাচ্ছে। অপরদিকে শিক্ষকরাও যাচ্ছে না নিয়মিত। প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং না থাকার কারণে এমন অবস্থা হয়েছে বলে সচেতন মহল মনে করছেন।  

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সরজমিনে গেলে, দুপুর ১টার দিকে দ্বিতীয় শিফটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিপুলা আক্তারসহ ০৪ শিক্ষককের মধ্যে ০৩ জনকে পাওয়া যায়। 

এ সময় তৃতীয় শ্রেণীর ০৬ জন, চতুর্থ শ্রেণির ০২ জন এবং ৫ম শ্রেণির ০২ জন শিক্ষার্থী ক্লাসে পাওয়া যায়। অপর দিকে দেওসহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে, ০৪ শিক্ষকের মধ্যে ০২ জনকে পাওয়া যায়। ২য় শিফটে ৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন উপস্থিত। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শিফটে ১১৭ জনের মধ্যে পাওয়া গেছে ৪২ জন। তিন শিক্ষকের মধ্যে পাওয়া গেছে ২ জন। লাছারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ শিক্ষকের মধ্যে ২ শিক্ষকে উপস্থিত পাওয়া যায়।

এখন বৈশাখ মাস, এ সময় আমাদের এলাকায় কাজ থাকে।পরিবারের সদস্যদের সাথে ছাত্ররাও বাড়িতে কাজ করে। তাই শিশুরা ক্লাসে আসতে চায় না। আমি কয়েক বার ছাত্রদের বাড়িতে গিয়েছি। আমরা শিক্ষকরা সবাই আজকে এসেছি। ছাত্র আসছে ২য় সিফটে মাত্র ১২ জন। এভাবেই কথা গুলো বললেন, বনতিয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিপুলা আক্তার।  

লাছারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ শিক্ষকের মধ্যে দুই জন অনুপস্থিত কেনো এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, একজন শিক্ষক ভোটার তালিকার কাগজপত্র জমা দিতে গেছেন। আরেক জন তার বাচ্চার অসুস্থ ডাক্তার দেখানোর জন্য আমার নিকট হতে ছুটি নিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা রুবায়াত জানান, এ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। এসে দেখলাম যেখানে সহকারি শিক্ষা কর্মকর্তা থাকার কথা তিনজন, আছে মাত্র ০১ জন। এই একজন দিয়ে কিভাবে ৯৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মনিটরিং করা সম্ভব ? আমি ইতোমধ্যে কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছি। তাছাড়া ছাত্র ছাত্রী বিদ্যালয়ে কম আসার আরও একটি কারণ আছে। 

আপনারা জানেন এই এলাকাটা শুধু মাত্র বোরো ধানের উপর নির্ভরশীল। আর এ সময় ছাত্রছাত্রীরা পরিবারের সদস্যদের সাথে কাজে চলে যায়। কয়েক দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে সহযোগিতা করুন।  





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]