ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদন করার অপরাধে মিষ্টি ছায়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ ২৪ এপ্রিল বিকেলে জেলা প্রশাসনের সহকারি কমিশনার অশোক বিক্রম চাকমা এ জরিমানা করেন।
আজ বিকেলে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কতৃপক্ষ ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এ সময় বিসিক শিল্প এলাকায় মিষ্টি ছায়া বেকারিতে গিয়ে দেখা গেছে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করা ও প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল করিম, ফেনী পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক,ব্যাটেলিয়ান আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন জানান, ভেজাল নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ব্যাপি অভিযান অব্যাহত রয়েছে।