প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০:৪৫ এএম (ভিজিটর : ৪০)
সারা দেশের মতো বগুড়ার আদমদীঘি উপজেলাতেও বৃদ্ধি পেয়েছে চুরি-ছিনতাই। সম্প্রতি সান্তাহার রেলওয়ে হাসপাতালের ভিতর থেকে মোটরসাইকেল চুরির ঘটনা জনমনে ব্যাপক ভীতের সৃষ্টি করেছে। চুরির ঘটনার পর কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ এখনোও মোটরসাইকেলের কোন হদিস করতে পারেনি। এতে করে জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। কখন কোথায় থেকে কার মোটরসাইকেল হারাবে সেই ভয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।
মাষ্টার রেজাউল করিম ডালিম জানান প্রতি দিনের ন্যায় গত রোববার রাতে কাজ শেষে সান্তাহার রেলওয়ে হাসপাতালে এসে তার ব্যবহৃত ডিসকাভার মোটরসাইকেলটি পার্কিং করে বাসায় ঘুমাতে যান। পরের দিন সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখেন চোরচক্র মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। পরে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মাঝে মধ্যেই দিনে কিংবা রাতে সান্তাহার এলাকার বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। চোখের পলকে চোরেরা মোটরসাইকেল চুরি করছে। অহরহ এমন চুরির ঘটনা ঘটিয়ে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যাচ্ছে। এতে করে জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। আশা রাখি অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন চোরদের খুজে বের করবেন এবং দৃষ্টান্তরমূলক শাস্তি নিশ্চিত করবেন।
আদমদীঘি থানা অফিসার ইনচার্জ ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলটি চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।