ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ভুট্টা কাটায় ব্যস্ত ভূঞাপুরের মাঠ
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৩:২৯ পিএম  (ভিজিটর : ১২৫)
এখন চলছে ভুট্টা মৌসুম। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাঠে মাঠে চলছে ভুট্টা কাটার ধুম। চারদিকে ছড়িয়ে পড়েছে ভুট্টার ঘ্রাণ আর কৃষকের প্রাণচাঞ্চল্যে মুখরিত পরিবেশ। মাঠজুড়ে যেন এক প্রাণবন্ত উৎসবের আমেজ। কৃষকেরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন- ভুট্টা কাটা, মাড়াই, শুকানো এবং ঘরে তোলার কাজে।

সরজমিনে উপজেলার গাবসারা, গোবিন্দাসী, নিকরাইল ও অজুনা ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষকেরা দলবদ্ধভাবে ফসল কাটায় লিপ্ত। কেউ গাছ কাটছেন, কেউ ভুট্টা ছাড়াচ্ছেন, আবার কেউ রোদে বিছিয়ে দিচ্ছেন শুকানোর জন্য। মাঠজুড়ে শুধু কর্মচাঞ্চল্য আর আশাবাদের দৃশ্য। ভুট্টার ভালো ফলনে কৃষকদের মুখে আনন্দের ঝিলিক- সব মিলিয়ে এক প্রশান্তিময় দৃশ্যপট।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় প্রায় ৩,০১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল, যাতে উৎপাদন হয়েছিল ২৭,৬৪২ মেট্রিক টন। এ বছর ভুট্টা চাষ হয়েছে প্রায় ৩,০৪৫ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় ৩৫ হেক্টর বেশি। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ২৮,০১৪ মেট্রিক টন, যা পূর্ব বছরের তুলনায় ৩৭২ মেট্রিক টন বেশি। উৎপাদনের এই পরিমাণ মণ হিসেবে দাঁড়ায় প্রায় ৭,০০,৩৫০ মণ। যার বাজার মূল্য প্রায় ৮০ কোটি টাকা।

চাষিরা জানান, গত বছর বিঘা প্রতি ভুট্টার ফলন হয়েছে ৩০ থেকে ৩৫ মণ। এবার প্রতি বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছে প্রায় ১২-১৪ হাজার টাকা। বিঘায় ফলন হয়েছে ৪০ থেকে ৪৫ মণ ভুট্টা, যা গত বছরের তুলনায় অনেক ভালো। বর্তমানে প্রতি মণ ভুট্টা বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা থেকে ১১'শ ৫০ টাকায়।

চাষিরা আরো জানায়, শ্রমিক দিয়ে ভুট্টা চাষ করায় প্রতি বিঘা জমিতে ভুট্টার উৎপাদনে খরচ হয়েছে ১২-১৪ হাজার টাকা। তবে যারা নিজেরাই শ্রম দিয়েছেন তাদের খরচ হয়েছে ৮-১০ হাজার টাকা।

রহুলী গ্রামের ১৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করা এক কৃষক আব্দুল কালাম বলেন, এবার ভুট্টার ফলন খুব ভালো হয়েছে। সময়মতো বৃষ্টি এবং অনুকূল আবহাওয়ার কারণে কোনো ক্ষতি হয়নি। বাজারে দামও ভালো পাচ্ছি, এতে আমরা খুবই খুশি।

নেংড়া বাজারের আরশাফ প্রামাণিক বলেন, এবছর রোগবালাইয়ের প্রকোপও তুলনামূলকভাবে কম ছিল তাই গত বছরে চেয়ে এবার ভুট্টা আবাদ ভালো হয়েছে। বাজারেও বেশ ভালো দাম পাচ্ছি।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেন, কৃষকরা ভুট্টার আশানুরূপ ফলন পাচ্ছেন। কৃষি বিভাগ থেকে কৃষকদের ভুট্টা চাষে পরিচর্যা ও বীজ নির্বাচনে সহযোগিতা দেওয়া হয়। এবছর ভূট্রা চাষিদের সফলতা আগামীতে কৃষকদের আরও উদ্ভাবনী কৃষিকাজে উৎসাহিত করবে। দিনদিন ভুট্টা চাষের জমি বাড়ছে। চাষিরা ইতোমধ্যে ভুট্টা সংগ্রহ শুরু করেছেন এবং বাজারে ভালো দাম পাচ্ছেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]