প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৩:২৭ পিএম (ভিজিটর : ৬৭)
আকাশে কালো মেঘ গুড় গুড় মেঘের ডাকাডাকি। কখনও প্রচন্ড রোদ। সেই সাথে রোদ, বৃষ্টি ও বজ্রপাত। খেতে আধা পাকা বোরো ধান। আঁতকে উঠছে কৃষকের মন। বেশ কয়েক দিন থেকে চলছে আকাশের এ অবস্থা। শিলাবৃষ্টিও হচ্ছে। এরকম অবস্থায় রংপুরের গঙ্গাচড়ায় কালবৈশাখী আতঙ্কে আছে কৃষকরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিগন্ত জুড়ে বোরো ধানে পাক ধরেছে। ধানের মৌ মৌ গন্ধ রাঙিয়ে তুলছে কৃষকের মন। আর কদিন পর কৃষকরা ধান কেটে ঘরে তুলবে। এরই মধ্যে বৈশাখ মাস শুরুর দিন থেকে কমবেশি বৃষ্টি হয়েছে। গজঘণ্টা ইউনিয়নের নাসির উদ্দিন বলেন, খেতে তো আধা পাকা ধান, আর কদিন পর কাটা যাবে। এ অবস্থায় প্রতিদিন আকাশে মেঘ আর বৃষ্টি। আকাশে তো মেঘ দেখলেই মনটা আঁতকে ওঠে। কখন যে কী হয়। নাসিরের মতো অনেকের মনে এখন আতঙ্ক। কখন যে কী হয়! নবনীদাস গ্রামের দুলাল মিয়া, খোকন মিয়া ও আব্দুল আজিজ বলেন, আকাশে তো মেঘ। কী যে হইবে এবার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ৯ ইউনিয়নে ১১ হাজার ১০ হেক্টর জমিতে বোরো চাষ ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ২৯৫ হেক্টর জমিতে হাইব্রিড ও ৫ হাজার ৭১৫ হেক্টরে উফসি জাত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাহিনুর ইসলাম বলেন, এ সময় কালবৈশাখী আঘাত হানলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে খেতের আশি ভাগ ধান পাকলেই ধান কাটা যেতে পারে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ফলন ভালো হবে বলে তিনি আশাবাদী।