রাজধানীর কলাবাগানের হাতিরপুল এলাকায় একটি বাসা থেকে পিনাক রঞ্জন সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের মাস্টার্সের ছাত্র ছিল। সোমবার রাতে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে (মেসেঞ্জারের নোটসে) ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে রেখেছিলেন।
মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে কলাবাগান থানার ওসি মো. মোক্তারুজ্জামান ভোরের ডাককে বলেন, প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ওই শিক্ষার্থীর বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
পিনাকের বন্ধুরা জানান,মাসখানেক আগে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পিনাক। বন্ধুদের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছিলেন। তবে স¤প্রতি তিনি সেই অবস্থা অনেকটা কাটিয়ে ওঠেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকরির জন্য আবেদনও করেছিলেন। এর মধ্যেই হঠাৎ এমন ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে হাতিরপুল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে প্রথমে কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়। থানার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পিনাক রঞ্জনের সহপাঠী ও রুমমেট জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সোমবার রাতে পিনাক রঞ্জনের মেসেঞ্জার নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখাটি দেখে দ্রুত অফিস থেকে ফিরে দেখি, ভেতর থেকে দরজা বন্ধ। তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।