ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




পীরগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
ভোরের ডাক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১:২১ পিএম  (ভিজিটর : ৮২)

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সাঁওতাল সম্প্রদায়সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা'র লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি।

মঙ্গলবার (এপ্রিল ২২) সকালে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের খালিশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এই লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে ওই অঞ্চলের সাঁওতাল সম্প্রদায় ও স্থানীয় সাধারণ জনগণ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে রাষ্ট্রকাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, 'এই ৩১ দফা শুধুমাত্র একটি দলীয় ইশতেহার নয়, এটি একটি জাতীয় রূপকল্প—যার মাধ্যমে দেশের জনগণ অবিচার, দুর্নীতি ও একদলীয় শাসন থেকে মুক্তি পাবে।'

তিনি আরও বলেন, 'তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি অঞ্চলে ৩১ দফা ছড়িয়ে দিতে হবে। আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও আপনাদের অংশগ্রহণ প্রমাণ করে, পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে।'

এই কর্মসূচিতে অংশ নিয়ে সাঁওতাল সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে তারা নানা বঞ্চনার শিকার। ৩১ দফা বাস্তবায়িত হলে তাদের সাংবিধানিক অধিকার রক্ষা পাবে এবং রাষ্ট্রে প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত হবে।

কর্মসূচিতে স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]