প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১:১৫ পিএম (ভিজিটর : ৬০)
ফেনীর সোনাগাজী উপজেলার কাজিরহাট বাজারে জুয়া খেলার অপরাধে ৯ ব্যাক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২১ এপ্রিল রাতে সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার ভূমি তানিয়া আক্তার লুবনা এ রায় প্রদান করেন।
সোনাগাজী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সোনাগাজী উপজেলার ২নং বগাদানা ইউনিয়নের কাজীরহাট বাজারস্থ সিরাজ এর মালিকানাধীন মার্কেটে বেশ কয়েক জন জুয়াড়ি প্রতিদিনের মতো জুয়া খেলতে বসে, এমন তথ্যের ভিত্তিতে সোনাগাজী সহকারি কমিশনার ভূমি তানিয়া আক্তার লুবনা ও সোনাগাজী মড়েল থানার ওসি বায়েজিদ আকন এর নেতৃত্বে একটি টিম।উক্ত মার্কেটের ঘেরাও করে একটি কক্ষ থেকে মার্কেট মালিক মোহাম্মদ সিরাজ সহ ৯ব্যক্তিকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে।এসময় তাদের কাছ থেকে নগদ টাকা সহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
দন্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হচ্ছে, চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের ছায়েদুল হকের ছেলে মোঃ মাসুদ আলম(৩০),একই গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোহাম্মদ শাহাজাহান(৪০), আবু তাহেরের ছেলে মোহাম্মদ সিরাজ (৪০),বগাদানা ইউনিয়নের আবুল কালামের ছেলে মোশারফ হোসেন(২৫),আবদুল কাদেরের ছেলে মোঃ বেলায়েত হোসেন(৩০), জয়নাল আবেদীনের ছেলে আজগর হোসেন জনি(২৬),মজিদের রহমানের ছেলে সাখাওয়াত হোসেন(২৮), নরুল ইসলামের ছেলে মোহাম্মদ সিরাজ(৩৮), ছোলেমানের ছেলে মোহাম্মদ খলিল(৩৫),আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা আটককৃত প্রত্যেক ব্যক্তিকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আটককৃত ৯ব্যক্তিকে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।