ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। ২১ এপ্রিল সন্ধায় জেলা প্রশাসনের সহকারি কমিশনার তানভীর আহমেদ এ রায় প্রদান করেন।
সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সহকারি কমিশনার তানভীর আহমেদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবু তাহের, সহকারি উপ পরিদর্শক আবুল বাশার এর নেতৃত্বে একটি টিম সোমবার বিকেল থেকে সন্ধা পুযর্ন্ত ফেনী শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।
এ সময় বিরিঞ্চি এলাকার আফজালুর রহমানের ছেলে আবুল বশর (৫৭) মিজান রোডের বাসিন্দা জিয়া উদ্দিনের ছেলে নেয়াজ উদ্দিন মাছুম (৪৮) ও মৌলভীবাজার জেলার আবদু শহীদের ছেলে মো: ইসলাম উদ্দিন (৪০) চারশত গ্রাম গাঁজা সহ আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর আহমেদ আটককৃত প্রত্যাক ব্যাক্তিকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ব্যাপি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।