ই-পেপার বাংলা কনভার্টার শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
ই-পেপার শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




পারভেজ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে টুঙ্গিপাড়ায় মানববন্ধন
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৪:২২ পিএম  (ভিজিটর : ৮৬)

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদল।

টুঙ্গিপাড়া ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগর, সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদল নেতা তারু শেখ, নুর আলম ইসলাম হাবু, হাবিবুর রহমান, নাজিবুল্লাহ নিশাত প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল নেতা পারভেজ জুলাই আগস্ট আন্দোলনে অকুতোভয় সৈনিক হিসাবে রাজপথে থেকে লড়াই করেছে। কিন্তু দুষ্কৃতিকারীরা তাকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে। এসব সন্ত্রাসীদের কারনে আমরা পারভেজের মতো একজন নেতা হারালাম। তাই তারপরও মূল হত্যাকারীদের গ্রেফতার করা হচ্ছে না। ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ব্যতিক্রম হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) বিকালে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা পারভেজ। আর এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা জড়িত রয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]