ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
ই-পেপার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মানিকগঞ্জ মেডিকেল কলেজে ভুল রক্ত দেওয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা:
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৩:৫৭ পিএম  (ভিজিটর : ১১১)
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল রক্ত দেওয়ার ঘটনায় বিল্লাল হোসেন  (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অযত্ন এবং অবহেলায় বিল্লাল হোসেনকে ‘ও পজিটিভ’ রক্তের পরিবর্তে ‘বি পজিটিভ’ রক্ত দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

আজ রবিবার (২০ এপ্রিল) সকালে এই ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে মানববন্ধন করে বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটি, এবং মানিকগঞ্জ সচেতন নাগরিক।

এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক, নাহিদ মনির,মেহেরাব হোসেন,আশরাফুল ইসলাম রাজু, আলভী, ইয়াছিন খান  প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,  ডাক্তাররা যদি সুচিকিৎসার পরিবর্তে রোগীর প্রাণ কেড়ে নেয় তাহলে এর চাইতে আর দুঃখজনক আর কিছু হতে পারে না। তাদের অবহেলার কারণে একটা মানুষের জীবন চলে যায়। এর আগেও মানিকগঞ্জ মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছিল তখনও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

তারা আরো বলেন, যাদের অবহেলার কারণে এই বিল্লাল হোসেনের প্রাণ চলে গেল তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে  মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: শফিকুল ইসলাম বলেন,  শনিবার পাচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিগঠন করে  দেওয়া হয়েছে এবং তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গত শুক্রবার বিকালে  ভুলে এ পজেটিভ রক্তের বদলে বি পজেটিভ রক্ত রোগী  বিল্লাল হোসেনের শরীরে  পুশ করার কয়েক ঘন্টা পরেই মৃত্যু হয়।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]