ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
ই-পেপার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশে ঘোষণা
৪৮ ঘণ্টার মধ্যে দাবী না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি
ভোরের ডাক রিপোর্ট:
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৩:১৮ পিএম  (ভিজিটর : ৬৮)
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে দাবী মেনে নেওয়ার ঘোষণা না আসলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার রাজধানীর শেরে বাংলা নগর ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশে এ ঘোষণা দেন তারা।

মহাসমাবেশ ঘিরে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন শেরে বাংলানগর মহিলা পলিটেকনিক এর সামনে । এ সময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। 

সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, তাদের আন্দোলন যৌক্তিক। কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই ক্লাসে ফিরে যাবে। তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার গুরুত্ব নিচ্ছেন না। সরকারই তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। তাই তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। 

খুব শিগগিরই তাদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন। এছাড়া সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ যে ছয় দফা দাবিতে আন্দোলন করছে, তার মধ্যে রয়েছে ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, অবৈধ নিয়োগ বাতিল, কারিগরি শিক্ষাব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]