ফেনীতে ফসলি জমির মাটি কাটার অপরাধের শেখ ফরিদ (৪৮) নাম এক ব্যাক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ ২০ এপ্রিল দুপুরে ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি সজিব তালুকদার এ রায় প্রদান করেন। দন্ডিত শেখ ফরিদ লেমুয়া ইউনিয়নের নাজমুল হকের ছেলে।
সূত্রে জানা গেছে , কসকা লেমুয়া এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার খবর পেয়ে, সদর উপজেলা সহকারি কমিশনার সজিব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটার সাথে জড়িত থাকায় লেমুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড়ের নাজমুল হকের ছেলে শেখ ফরিদ (৪৮) কে ৫ লাখ টাকা জরিমানা করা হয় ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, কৃষি জমির টপ সয়েল কেটে জমির উর্বরতা নষ্ট করায় জেলা প্রশাসনের নির্দেশনায় এ জরিমানা করা হয়েছে।