ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
ই-পেপার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




টুঙ্গিপাড়ায় থানার পাশের দোকানেই চুরি
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১:১২ পিএম  (ভিজিটর : ৮৪)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ভবন সংলগ্ন একটি চায়ের দোকানে চুরি হয়েছে। কিন্তু চুরির বিষয়ে জানেনই না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

শনিবার দিবাগত রাতে থানা সংলগ্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চা বিক্রেতা নাসির হোসেন। 

তিনি বলেন, প্রায় ১৮ বছর বছর ধরে এই থানার পাশে চা, সিগারেটের দোকান পরিচালনা করে আসছি। প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরদিন ভোরে লোক মাধ্যমে খবর পাই দোকানে চুরি হয়েছে। পরে দোকানে এসে দেখি চোরেরা দোকানের টিনের একপাশের কড়া খুলে দুই হাজার টাকার সিগারেট, দুই হাজার টাকা মূল্যের একটি ফ্যান, কয়েক প্যাকেট বিস্কুট ও একটি নোকিয়া মোবাইল চুরি করেছে। 

তিনি আরও বলেন, তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে আমার সংসার। এই দোকানের উপার্জন দিয়ে চলে সংসার। চুরি হওয়াতে বেশ লোকসান হলো।

এদিকে থানার পাশের দোকানেই চুরি হওয়াতে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। 

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার পাচকাহনিয়া গ্রামের এক বাসিন্দা বলেন, থানার সাথে সংযুক্ত দোকানেই যদি চুরি হয় তাহলে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন থেকে যায়। আর থানায় চুরির অভিযোগ দিলেও চোর ধরার কোন তৎপরতা দেখা যায়না। তাই দোকানদারকে চুরি মেনে নিয়েই ব্যবসা চালিয়ে যেতে হয়। 

এবিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, থানার পাশের দোকানে চুরির বিষয়ে জানি না। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]