ই-পেপার বাংলা কনভার্টার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
ই-পেপার সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মতলব উত্তরে ভিমরুলের কামড়ে ১ জনের মৃত্যু, স্ত্রী সন্তান আইসিইউতে
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১২:৪৭ পিএম  (ভিজিটর : ৪৫)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে ১ জনের মৃত্যু হয়েছে। আসংখ্যাজনক অবস্থায়  আইসিইউতে আছেন স্ত্রী, সন্তান চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে উপজেলার দূ্গাপুর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামে। মৃত ব্যাক্তির নাম ছালামত উল্লাহ মিয়াজি (৫৫)। সে বড় দূ্গাপুর মিয়াজি বাড়ির তমিজ উদ্দিন মিয়াজির ছেলে। সে আলোর সন্ধানে বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ছিলেন। 

জানা যায়, ছালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম শনিবার (১৯ মার্চ) বিকেলে মেয়ের শশুর বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে রাস্তার ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়া কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাঁদেরকেও ভিমরুল কামড়ে আহত করে। 

সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। পরে রাতে তাকে দাফন করা হয়েছে। এদিকে তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যান্যরা গুরতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

দুর্গাপুর ইউপি সদস্য মো. মানিক মিয়া জানান, ঘটনাটি একটি হৃদয় বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পরে আহত ছালামত মিয়াজিসহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পর ছালমতের মৃত্যু হয়। সালামতের স্ত্রী সেলিনা বেগম আইসিইউতে আছেন  ও মেয়ে শাউনীও চিকিৎসাধীন রয়েছেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]