প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ এএম (ভিজিটর : ৫৫)
শেখ হাসিনাকে সরকার দাবি করে ঈদ উপহার বিতরণ, গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ, চাঁদাবাজি সহ ৯ মামলার আসামি বরগুনা জেলা শ্রমিকলীগ নেতা আব্দুল হালিম মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল ২৫) রাত ১২ টার দিকে বরগুনা সদরের লাকুরতলা থেকে গ্রেপ্তার করা হয়।
থানা সুত্রে জানা যায়, আব্দুল হালিম মোল্লার বিরুদ্ধে ২ টি চাঁদাবাজি মামলা, ১ টি মাদক ও ১ বিস্ফোরণ সহ বিভিন্ন অভিযোগে ৯ টি মামলা দায়ের করা হয়। ৫ আগষ্টের পর তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করলে তিনি জামিনে বের হয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে অস্থিতিশীলতা সৃষ্টি করে। আব্দুল হালিম মোল্লা বরগুনা পৌর শহরের খারাকান্দা এলাকার মোশাররফ হোসেনের ছেলে এবং জেলা শ্রমিকলীগের আহবায়ক।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় আব্দুল হালিম মোল্লা (৫০) এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে লাকুরতলা থেকে গ্রেপ্তার করা হয়।