প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৬ এএম (ভিজিটর : ১৭৯)
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আজ ২০ এপ্রিল রাত ৩ টায় ফেনীস্থ ৪ বিজিবির সদস্যরা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গাঁজা গুলো উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে,রাত ৩ টার সময় ছাগলনাইয়া চম্পক নগর বিওপির এলাকায় টহল কালে সীমান্তে গাঁজা প্রবেশ করছে এমন খবরে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের টহল দল দেখে গাঁজার বস্তা পেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি বস্তাগুলো জব্দ করে এতে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে। জব্দকৃত গাঁজা ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কাজ প্রক্রিয়াধীন আছে।
ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে চোরাচালান বন্ধে গোয়েন্দা নজর ও টহল জোরদার করা হয়েছে।