হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা এলাকার বাসীন্দারা মশার উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মশা নিধনের কোনো ওষুধ না ছিটানোর কারণে দিনের পর দিন মশা বৃদ্ধি পাচ্ছে।
দিনের বেলাতেও মশারি খাটাতে হচ্ছে। সন্ধ্যার পর হতে রাতভর পৌর এলাকার কোথাও স্থির থাকা সম্ভব হয় না। এমনকি সুযোগ পেলে অনেক সময় মুখে ও কানের মধ্যেও মশা ঢুকে পড়ে । প্রতি বছরই এ সময়ে মশা নিধনের ওষুধ ছিটানো হতো। এবারে তার ব্যতিক্রম।
কারণ এ বছর পৌর সভায় প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া। তিনি একাধারে পৃথক দপ্তরে দায়িত্ব পালন করছেন। তাই এই বিপত্তি ! যে কারণে পৌর এলাকায় ময়লা আবর্জনার স্তূপ জমে যাচ্ছে। অন্যান্য সেবা হতেও বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।
ফাল্গুন - চৈত্র গেল, এখন বৈশাখ মাসে মেঘে বৃষ্টিতে মশা আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কোথাও ছিটানো হয়নি মশার ওষুধ । যে কারণে পৌরবাসী অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।